মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

অটোপাস নয়, পরীক্ষার মাধ্যমেই বিবেচনা করা হোক

মো. আল-আমিন
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অটোপাস নয়, পরীক্ষার মাধ্যমেই বিবেচনা করা হোক

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন অবস্থায়ই পরিস্থিতি অনুকূলে না থাকায় এইচএসসি কিংবা আলিম পরীক্ষা বন্ধ করা হয়। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শপথগ্রহণ করেন এবং শপথগ্রহণের পর থেকে অনেক কিছুই স্বাভাবিক পর্যায়ে এসেছে। অনেক কিছু স্বাভাবিক হওয়ায় এইচএসসি বা আলিম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পরীক্ষার সময়সূচিও দিয়ে দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত

কিন্তু কিছু ফাঁকিবাজ শিক্ষার্থী রয়েছে, যারা পড়াশোনা না করে আন্দোলন করে অটোপাস চাচ্ছে। যেটা নিতান্তই মূর্খতার পরিচয়। যেসব শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করেছে, তারা অটোপাস চায় না এবং অটোপাসের জন্য আন্দোলন করছে না। কারণ, অটোপাস দিয়ে একজন শিক্ষার্থীকে পুরোপুরি বিবেচনা করা যায় না। ইতোমধ্যে নটর ডেম কলেজ বিবৃতি দিয়েছে যে, তারা অটোপাস মেনে নিবে না। কারণ, অটোপাস কখনোই ভালো সিদ্ধান্ত হতে পারে না। উল্টো অটোপাস দিলে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়তে পারে। তাই কর্তৃপক্ষের কাছে একজন অভিভাবক হিসেবে অনুরোধ করব যে, অটোপাস নয়, পরীক্ষার রুটিন খুব শিগগিরই দিয়ে পরীক্ষা নেওয়া হোক।

মো. আল-আমিন

ঢাকা কলেজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে