রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

প্রতিটি পরিবারে সুন্দর পরিবেশ বিরাজ করুক

আজকের এই দিনে আমাদের সবার স্বপ্ন হোক সুখী পরিবার গঠনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার।
শাহাদাত হোসেন
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
প্রতিটি পরিবারে সুন্দর পরিবেশ বিরাজ করুক

একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে হলে পরিবার নিয়ে চিন্তার কোনো বিকল্প নেই। পরিবার নামক একটি পরিবেশে মানুষ বড় হয়ে ওঠে বলে তারা হয়েছে উন্নত এবং অন্য প্রাণী থেকে ভিন্ন। মানুষ পৃথিবীতে বসবাস করে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে। কেউ নিজ বাড়িতে, কেউ ভাড়া বাসায় আবার কখনো পড়ালেখার জন্য ছাত্রাবাসে বা হোস্টেলে, কেউ কাজের জন্য কুঁড়েঘরে আবার কেউ বা অস্থায়ীভাবে ছাউনি তুলে কর্মস্থলেই। কিন্তু পারিবারিকভাবে বসবাস করার মতো আনন্দ ও সুবিধা কোথাও পাওয়া যায় না। অর্থনৈতিক অবস্থা খুব ভালো না হলেও সব শান্তির গোলা যেন পরিবারের মধ্যেই লুকায়িত থাকে।

পৃথিবীকে সুসজ্জিত করার জন্য বিভিন্ন ধরনের প্রাণির জন্ম হয়েছে। আর সবকিছু সৃষ্টি কিন্তু মানুষের প্রয়োজনে। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণির জীবনে চলাচলের স্বাধীনতা নাই। মানুষ পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য নতুন নতুন পদ্ধতি তৈরি করছে, আবিষ্কার করছে নতুন বস্তু। আর পৃথিবীতে তাদের বংশধরকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেদের পছন্দের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। স্বামী-স্ত্রী মিলে গড়ে তোলে নতুন সংসার। আর স্বপ্ন দেখে নতুন করে পরিবার গড়ার।

একটি পরিবারের সূত্রপাত ঘটে বাবা-মাকে দিয়ে। কোনো পরিবারে শুধু বাবা-মা, কোনো পরিবারে বাবা-মায়ের সঙ্গে ছেলেমেয়ে আবার কোনো কোনো পরিবারে দাদা-দাদি কিংবা নানা-নানিরও অবস্থান ঘটে থাকে। তবে একটি পরিবারে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে ছোট-বড় সবার সমান ভূমিকা রয়েছে। একটি পরিবারে পিতা-মাতার অবস্থান যেমন তাদের অর্থ জোগানে সহায়তা করে তেমনি অন্যদিকে একটি ছোট্ট শিশুও পরিবারকে আনন্দে মাতিয়ে রাখতে সহায়তা করে। অর্থাৎ পরিবারের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সেখানে আনন্দময় পরিবেশ বিরাজ করবে। প্রবাহিত হবে শান্তির সমীরণ।

একটি পরিবারে বাবা-মা উভয়ের গুরুত্ব রয়েছে। আমরা অনেকে মনে করি মায়ের কাজ কেবল রান্না করা আর সন্তান জন্ম দেওয়া। কিন্তু সন্তান লালন-পালন করা এবং কচি শিশুকে প্রাথমিক আচরণ কিংবা শারীরিক বিকাশে প্রত্যেক মায়ের ভূমিকা নিশ্চয় বাবার চেয়ে বেশি। 'মা' শব্দটির সঙ্গে কেমন যেন একটা মায়া-মমতা, একটু বেশি যত্ন এবং মধু জড়িয়ে আছে। কারণ পরিবারের কারও সঙ্গে বেয়াদবি করলে কিংবা কোনো ভুল করলে অন্য কেউ বকা দিলেও কেবল মা আদর করে সন্তানকে কাছে নিয়ে থাকেন। আবার কখনো মা সন্তানের ভুলের জন্য বকা দিলে কিংবা শাসন করার জন্য হাল্কা পিটুনি দিলেও ঘুমানোর সময় গায়ে হাত দিয়ে আদর করেন।

একটি পরিবারে মায়ের ভূমিকা কতটুকু তা মনীষীদের উক্তির দ্বারাই স্পষ্ট প্রমাণিত হয়। যেমন- হজরত মুহম্মদ (স.)-এর কাছে এক ব্যক্তি পিতা-মাতার সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন প্রথমে তুমি তোমার মায়ের সেবা করবে এমন বক্তব্য তিনবার বলার পর বাবার সেবা করতে বলেছেন। আবার নেপোলিয়ান বলেছেন, 'আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।' এ ছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থে মায়ের মর্যাদাকে পরিবারের সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। আর মানুষের কাজ হবে সব প্রাণির চেয়ে উত্তম। কিন্তু মানুষ এমন কাজ করে, যা সমাজে তাদের মর্যাদাকে পশুর চেয়েও নিচে নিয়ে যায়। আর এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি পরিবারে মা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন।

মায়ের গুরুত্ব বেশি হলেও একটি পরিবারে বাবার গুরুত্বও কোনো অংশে কম নয়। বাবা শব্দটি উচ্চারিত হলেই সন্তানের আবদার পূরণ বা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো এমন বিষয় চলে আসে। চট-জলদি সমাধানে বাবার সঙ্গে পরিবারের অন্য কারও তুলনা করা যায় না। পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক গড়ে ওঠে ভয় আর আদরের মাধ্যমে। কোনো অপরাধ করলে শাস্তি দেওয়া আবার কিছুক্ষণ পরই গায়ে হাত রেখে আদর করার মাধ্যমেই পরিবারে সন্তান ও পিতার মধ্যে একটি শক্তিশালী বন্ধন গড়ে ওঠে।

পরিবারে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে শিশুকেও ছোট করে দেখার কিছু নেই। শিশু শব্দটি শুনলে মনের অজান্তেই হৃদয়ে একটু মায়া অনুভূত হয়। শিশু জন্মের সময় কোনো পাপ-পুণ্য নিয়ে পৃথিবীতে আগমন করে না। সে জন্মের সময় নিষ্পাপ হয়ে পৃথিবীর বুকে স্থান করে নেয়। সন্তান পেটে থাকা অবস্থায় প্রত্যেক মায়ের কী পরিমাণ কষ্ট করতে হয় তা কেবল সন্তান পেটে রাখা মা-ই জানেন। আবার সন্তান প্রসব করার সময় মা ভীষণ বেদনা অনুভব করেন। কিন্তু এত বেদনার পরও যখন সন্তানের মুখ দেখেন তখন সব ব্যথা-বেদনা ভুলে গিয়ে বুকে নিয়ে আদর করেন। শিশুরা জন্মের পর পৃথিবীতে চোখ মেলে দেখে, কান পেতে শুনতে শিখে এবং প্রথমে মা নামক ছোট্ট শব্দ থেকে বড় এবং কঠিন শব্দও সহজেই শিখে যায়। ছোটকালে শিশুরা হরেক রকম মজার মজার ছড়া বলে, কচি মুখে আব্বা-আম্মা ডাক দিয়ে পরিবারকে মাতিয়ে রাখে। ফলে পরিবারে শত বিপদ থাকলেও অন্য রকম একটা মজাদার পরিবেশ বিরাজ করে। পরিবার থেকে শিশু শিষ্টাচার শিখে চরিত্রবানরূপে গড়ে উঠলে সমাজে পিতা-মাতাসহ পরিবারের সবার মুখ উজ্জ্বল হয়। আর এতে পরিবারে প্রবাহিত হয় সুখের বন্যা।

মানুষ সমাজবদ্ধ জীব। আর সমাজের একক বা ভিত্তি হলো পরিবার। একটি বড় বিল্ডিং গড়ে তুলতে ইট যেমন একক হিসেবে কাজ করে তেমনি সমাজ গড়ে তুলতে পরিবার একইভাবে কাজ করে। আবার বিল্ডিং শক্ত হবে না দুর্বল হবে তা যেমন ইটের ওপর নির্ভর করে ঠিক তেমনি সমাজ খারাপ হবে না ভালো হবে তা নির্ভর করে পরিবারের ওপর। সুন্দর এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য পারিবারিক পদ্ধতি বেশ গুরুত্বের দাবি রাখে। পারিবারিক অবস্থার ওপর ভিত্তি করেই সমাজিক পরিবেশ গড়ে ওঠে। সমাজের ওপর প্রভাব বিস্তার করে পারিবারিক কাঠামো। সমাজে চলাচলের জন্য নূ্যনতম জ্ঞান পরিবার থেকেই শেখা যায়। অপরের সঙ্গে আচার ব্যবহার কেমন হবে তার অনেকটাই পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়। শিশু-কিশোরদের সমাজে চলাচল নির্ভর করে সে কোন পরিবার থেকে বেড়ে উঠেছে। পরিবার থেকে সে যদি ভালো শিক্ষা না পেয়ে থাকে তবে সমাজে তার চলাচল মানুষের মনে প্রশ্নের উদ্রেক করবে। তাই পরিবারকে প্রাথমিক শিক্ষাকেন্দ্র বলা যায়। এই শিক্ষাকেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে আমরা জীবনের প্রথম পাঠ থেকে শুরু করে বহু শিক্ষা পেয়ে থাকি। পরিবারের শান্তি সমাজে শান্তি এবং পরিবারের দুঃখ সমাজে দুঃখ বয়ে আনে। পরিবারে অভিভাবকদের দেওয়া উপদেশ শিশুকে নীতিবোধে জাগ্রত করে এবং মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা করে। পরিবার আমাদের শিক্ষা দেয় ছোটদের প্রতি স্নেহ, বড়দের সম্মান, গুরুজনের ভক্তি, বন্ধুদের প্রতি ভালোবাসা, দরিদ্রদের সেবা করা ইত্যাদি মূল্যবোধগুলো।

বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে পারিবারিক ব্যবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে। আগের দিনে মানুষের কাছে মোবাইল, টিভি, কম্পিউটার আর ইন্টারনেটের মতো প্রযুক্তি কম ছিল বলে তারা কাজের পর অবসর সময়টা পরিবারের মধ্যেই হেসে-খেলে কাটাতেন। কিন্তু প্রযুক্তির সহজলভ্যতার ফলে অবসর সময় এখন ফেসবুক, ইন্টারনেট আর টিভির সামনে কাটাচ্ছেন। অনেকে আবার নিজের ব্যক্তিগত কাজ ফেলে রেখেও বিনোদেনের জন্য ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন। কেউবা প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন। ফলে পরিবারের সদস্যদের খোঁজ ঠিকমতো নিতে পারছেন না। পরিবারের অন্য সদস্যদের প্রতি ভালোবাসা যেমন কমে যাচ্ছে তেমনি দূরত্বও তৈরি হচ্ছে। কিন্তু এটা জেনে রাখা দরকার নিজের পরিবারের বন্ধন ভেঙে বিশ্বজয়ে কোনো কল্যাণ নেই। বরং পারিবারিক বন্ধন অটুট রেখেই পৃথিবীকে জয় করতে হবে।

আজ পত্রিকার পাতা ওল্টালে কিংবা টেলিভিশন চালু করলে কোনো সদস্য তার নিজ পরিবারের কারও দ্বারা নির্যাতিত হচ্ছে না এমন খবর পাওয়া যাবে না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও আজ পারিবারিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। তুচ্ছ ঘটনার কারণে ছেলে মা-বাবাকে, ভাই বোনকে, স্বামী স্ত্রীকে অযথা নির্যাতন করছে। অনেক সময় নির্যাতনের মাত্রা বেড়ে গিয়ে হত্যাকান্ডের ঘটনাও ঘটে যায়। অপরদিকে যৌতুকের কারণে গৃহবধূকে শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ দ্বারা নির্যাতন যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো দিন থাকে না যেখানে কোনো স্ত্রী তার পরিবারের সদস্য দ্বারা নির্যাতনের শিকার হয় না।

সমাজে মানুষ বিবাহবন্ধনের মাধ্যমে পারিবারিকভাবে বসবাস করে বলে তারা অন্য প্রাণী থেকে ভিন্ন। যে পরিবার থেকে আমরা মূল্যবোধ শিক্ষা পাওয়ার কথা তা আজ তার সদস্যদের এটা দিতে ব্যর্থ হচ্ছে। পরিবারে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা আর আগের মতো নেই। এ স্থান এখন দখল করে নিয়েছে হিংসা-বিদ্বেষ, সন্দেহ আর অবিশ্বাস। শিশুর প্রতি বাবা-মায়ের ভালোবাসা কমে যাচ্ছে দিন দিন। আর শিশুও তার বাবা-মাকে সম্মান শ্রদ্ধা দেখাচ্ছে না। মানুষের জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে আগের চেয়ে খাদ্য তালিকা বেশি লম্বা হয়েছে। কিন্তু পরিবারে শান্তি ফিরে আসছে না। শিশুর প্রতি আদরের পরিবর্তে ধমক আর অত্যাচার যেমন বাড়ছে ঠিক তেমনি বাবা-মায়ের প্রতি তাদের বিশ্বাস দিন দিন কমছে। ফলে কোটি টাকা আয় করেও পরিবারে সুখের বাতাস প্রবাহিত হচ্ছে না।

বিবাহের পর নববধূ যখন শ্বশুরবাড়ি থেকে নিজবাড়িতে ফিরে যায় তখন মেয়ের বাপের বাড়ির অনেকেই স্বামীর আচরণ সম্পর্কে জানতে চায়। আবার অনেকেই নতুন বাড়ির পরিবেশ কেমন তাও জানতে চায়। শ্বশুরবাড়ির পরিবার যদি ভদ্র হয় তাহলে মেয়ে যেমন মন্তব্য করে খারাপ হলে ঠিক উল্টা মন্তব্য করে। ভদ্র পরিবার হলে নতুন বউ তার মাকে অনেক সময় বলে, 'আম্মু আমি যেন স্বর্গে বসবাস করছি।' ঠিক খারাপ হলে নরকে বসবাসের কথা বলে থাকে। পবিারকে স্বর্গ কিংবা নরকের সঙ্গে তুলনা করা যায় না। তবে পৃথিবীতে কোনো সুখের স্থান থাকলে কেবল তা পরিবারেই বিরাজ করা সম্ভব। পরিবারে শান্তি-শৃঙ্খলা বিরাজ করলে দুনিয়াতে মৃতু্যর পূর্বেই স্বর্গীয় সুখ পাওয়া যায়। আবার পরিবারে অশান্তি বিরাজ করলে সব কৃতিত্ব ও সাফল্য ম্স্নান হয়ে যায়। নেমে আসে নারকীয় আজাব।

অতএব বাংলাদেশকে পরিবর্তন করতে হলে পরিবার নিয়ে ভাবতে হবে। ছোট্ট শিশুরা একটি সেস্নাগান দিয়ে থাকে 'পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো।' তাদের এ সেস্নাগান যেন সুন্দর পৃথিবী গড়ার যুদ্ধে আহ্বান করে যাচ্ছে। তাই সুন্দর একটা পৃথিবী গড়তে হলে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে ভালো কাজ করার দৃঢ় মনোভাব থাকতে হবে। আর যদি ভালো কাজ করার শক্তি সামর্থ্য না থাকে তবে কমপক্ষে নিজের পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবে গঠন করার চেষ্টা যেন অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবারের কচি শিশুদের আদর-সোহাগ দিয়ে ভালো ও সুন্দর কথাগুলো শেখাতে হবে। তাহলে পরিবার যেমন আনন্দের সাগরে ভাসবে তেমনি এ পরিবারে গড়ে ওঠা ছোট্ট শিশুরাও স্বর্গীয় পরিবেশে আগামীর ভবিষ্যৎ হিসেবে বড় হবে। এতে শিশুটি যেমন আদর্শ নাগরিক হিসেবে তৈরি হবে ঠিক আমাদের দেশও পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তাই আজকের এই দিনে আমাদের সবার স্বপ্ন হোক সুখী পরিবার গঠনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার।

শাহাদাত হোসেন :নবীন কলাম লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে