মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাজধানীর জলাবদ্ধতা

দুর্ভোগ নিরসন করুন
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
রাজধানীর জলাবদ্ধতা

বৃষ্টি হলেই রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হবে কিংবা জনজীবনে দুর্ভোগ পোহাতে হবে- এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আষাঢ়ের শেষ সময়ে এসে তুমুল বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে রাজধানীবাসীর। শুক্রবার সকাল থেকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে চলা প্রবল বর্ষণে ডুবে যায় শহরের বহু সড়ক এবং অলিগলি। বৃষ্টির কারণে কাকরাইল, মোহাম্মদপুর, শ্যাওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন এলাকা এবং মিরপুরে মাজার রোড, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, সেন্ট্রাল রোড, ধানমন্ডি ২৭ নম্বর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, দক্ষিণ মনিপুরের মোলস্নাপাড়া, মহাখালীর বিভিন্ন রাস্তায় পানি জমেছে। এছাড়া শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নয়া পল্টন, পুরানা পল্টন, আরামবাগ, শাহজাহানপুর, ফকিরেরপুল, বিজয়নগর সড়কেও বেশ পানি উঠেছে। পানিতে তলিয়েছে দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, কমলাপুরের কাছে টয়েনবি সাকুলার রোড, যাত্রাবাড়ী, কাজলা, শনির আখাড়া, রায়েরবাগ, গোলাপবাগের নিচু এলাকাসহ আরো কয়েকটি এলাকা। জলাবদ্ধতায় স্বাভাবিক জীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতি বছরই আশ্বাস, নানা প্রকল্প, আর কোটি কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতার সমাধান হয় না। বৃষ্টি হলেই দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়।

আমরা বলতে চাই, জলাবদ্ধতা পরিস্থিতি যেমন আমলে নিতে হবে, তেমনি দুর্ভোগসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে- যা বিবেচনায় রেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও বিকল্প নেই। এবারের বৃষ্টিতে জলজট সৃষ্টি হওয়ায় ব্যাহত হয় যান চলাচল। ইঞ্জিনে পানি ঢোকে বিভিন্ন সড়কে যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটে। কেবল রাজধানী ঢাকাই নয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

শুধু এবারই নয়, বিভিন্ন সময়েই এই বিষয় আলোচনায় এসেছে- বৃষ্টিকে কেন্দ্র করে জন দুর্ভোগের কারণই হলো অপরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা। যেখানে, বৃষ্টির পানি পড়লেই তা আটকে থাকে। জলাবদ্ধতা দূর করার জন্য যে ড্রেনগুলো আছে তাও ময়লা আর আবর্জনার স্তূপ পড়ে অকার্যকর হয়ে পড়ার বিষয়ও এর আগে আলোচনায়ও বহুবার এসেছে। নগরজুড়ে খোঁড়াখুঁড়ির হিড়িকসহ নানা কারণে দুর্ভোগ আরো বাড়ে এমন অভিযোগও আছে। ফলে, মানুষের এই দুর্ভোগ যদি রাজধানীতে প্রতিবারই সৃষ্টি হয় আর তারপরেও যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তবে তার চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! রাজধানীর জলাবদ্ধতা যেভাবে ঘটে চলেছে, তা নিরসনে সঠিক উদ্যোগ গ্রহণ ও যেভাবেই হোক তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। বৃষ্টি হলে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন নয়। বর্ষাকালে নগরের বাসিন্দাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সঙ্গত কারণেই জলাবদ্ধতা ও জনদুর্ভোগের বিষয়টি সামনে রেখে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

মনে রাখতে হবে, অপরিকল্পিত নগর গড়ে উঠলে তার নেতিবাচক প্রভাব কত সমস্যাজনক হতে পারে জলাবদ্ধতা তার একটি উদাহরণ। এটা খুবই উদ্বেগজনক ব্যাপার। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সঠিক পরিকল্পনা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে