রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
পাঠক মত

রাস্তার সংস্কার চাই

সুভংকর রায় শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
রাস্তার সংস্কার চাই

রোগীর সমস্যা সমাধান করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে এই আশা ব্যক্ত করেই মানুষ হাসপাতালের দিকে ছুটে। কিন্তু সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা নিয়ে একটি প্রশ্ন থেকেই যায় যদি হাসপাতালে যাওয়ার পথেই হতে হয় ভোগান্তির শিকার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আশপাশে কোনো বড় হাসপাতাল না থাকায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু যেকোনো ধরনের সমস্যার জন্য উপজেলা স্বাস্থ্যসেবা কমপেস্নক্সে মানুষ ছুটে আসে। কিন্তু এই স্বাস্থ্যসেবা কমপেস্নক্সে পৌঁছাতে মানুষকে এক ভোগান্তির শিকার হতে হয়। উপজেলা স্বাস্থ্যসেবা কমপেস্নক্সে যাতায়াতের রাস্তাটির বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। এই রাস্তাটির প্রায় এক কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে, যা সাধারণ জনগণ ও রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা কমপেস্নক্সটি এই অঞ্চলের একমাত্র ভরসার স্থান, যেখানে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে গ্রামের মানুষ, যারা প্রধানত ভ্যান, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশা ব্যবহার করে, তারা প্রচন্ড দেরিতে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায়। এতে বিশেষ করে গর্ভবতী মা, শিশু, দুর্ঘটনায় আহত এবং বয়স্ক রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে মারাত্মক বিলম্ব হয় এবং অনেক ক্ষেত্রেই তা জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়। স্বাস্থ্যসেবা কমপেস্নক্সে যাওয়ার এই কষ্টকর যাত্রা অনেক সময় রোগীদের জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে ফেলে দেয়। তাই এই রাস্তা দ্রম্নত সংস্কার করা একান্ত প্রয়োজন। তাই ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি, মানুষের দুর্ভোগ লাঘবে এবং জরুরি চিকিৎসা সেবা সহজলভ্য করতে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা কমপেস্নক্স-সংলগ্ন রাস্তাটি দ্রম্নত সংস্কার করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

সুভংকর রায়

শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে