পাহাড় ধসের আশঙ্কা
সঠিক পদক্ষেপ নিতে হবে
প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব, এরই মধ্যে সাগরে লঘুচাপ। আর এর ফলে, দেশের প্রায় প্রতিটি স্থানে রোববার থেকে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি তিন দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এ টানা বৃষ্টির কারণে আগামী তিন দিন দেশের পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে। এ সময়ে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে, নগরে ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। এসব পাহাড়ের পাদদেশে অবৈধভাবে সাড়ে ৬ হাজারের বেশি পরিবার বসবাস করছে। যেখানে শিশু, বৃদ্ধসহ বসবাসরত মানুষের সংখ্যা ৩০ হাজারের বেশি।
এটা সত্য, থামছে না পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি, বরং দিন দিন বেড়েই চলছে। ফলে বর্ষার মৌসুমে পাহাড়ধসে অহরহ ঘটছে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা। কিছুদিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক চারটি পাহাড়ধসে নয়জনের মৃতু্য হয়েছে।
বারবার পাহাড়ধসে প্রাণহানিকে আর্থ-সামাজিক, পরিবেশগত এবং রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করছেন একজন বিশেষজ্ঞ। এর আগে ফেঞ্চুগঞ্জে পাহাড়ধসে ১০টি পরিবারের ঘর মাটির সঙ্গে মিশে গেছে। পরিতাপের বিষয় হলো, এরপরও কারও টনক নড়ছে না। সিলেটে পাহাড়ের পাদদেশে এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে লাখ লাখ মানুষ। পাহাড় কেটে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে তারা।
শুধু সিলেট নয়, চট্টগ্রাম, কক্সবাজারসহ, পার্বত্য জেলা শহরগুলোতে বিভিন্ন জায়গায় কমবেশি টিলা ও পাহাড়ে যথেচ্ছভাবে বসিত গড়ে উঠছে, এতে বাড়ছে পাহাড়ধস ও হতাহতের ঘটনা। আর এটা স্বতঃসিদ্ধ যে, এতে পাহাড় ও টিলাধসে মানুষের মৃতু্যর ঘটনা ঘটবেই। প্রশ্ন হলো, ঝুঁকি জেনেও মানুষ কেন পাহাড়ে বসতি গড়ছে? এর একটি কারণ বসতি জমির সীমাবদ্ধতা। তবে কিছু সুবিধাভোগী পাহাড় দখল করে ব্যবসাও করছে। চট্টগ্রামের কিছু পাহাড় কেটে আবাসিক ভবন নির্মাণ করে বিক্রির খবরও পত্রিকায় উঠে আসছে।
প্রশাসনের উদাসীনতা, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের লেজুড়বৃত্তি, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়ন না করাসহ সমন্বিত উদ্যোগ না থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী বাড়ছে। অথচ এভাবে বসতি স্থাপনের ফলে কিছু লোক লাভবান হলেও দরিদ্র মানুষ এর খেসারত দিয়ে চলছে প্রতিনিয়ত। সঙ্গত কারণেই এই অবস্থার আশু অবসান হওয়া জরুরি।
উলেস্নখ্য, চট্টগ্রাম নগরে ২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসে মারা যান ১২৭ জন। এর মধ্যে লালখানবাজার ওয়ার্ডের মতিঝরনা এলাকায় মারা গিয়েছিল ১১ জন। পরের বছর আগস্টে একই এলাকায় মারা যান আরও ১৪ জন। ২০১৩ সালে মারা যায় আরও দুজন। এর মধ্যে ছোটখাটো ধস লেগেই আছে।
\হএ কথা অস্বীকারের উপায় নেই, টিলা ও পাহাড়গুলো শুধু শহরের সৌন্দর্যই বাড়িয়ে তোলে না, উপরন্তু এগুলো সংশ্লিষ্ট এলাকার বাস্তুতন্ত্রের অংশও। পাহাড়ের টানে বাড়ে পর্যটন শিল্প। কিন্তু যথাযথ ব্যবস্থাপনার অভাবে এবং অজ্ঞতার কারণে একদিকে ঘটছে টিলা-পাহাড় কাটা; অন্যদিকে, ধসে অহরহ ঘটছে হতাহতের ঘটনা। এ অবস্থায় অবৈধ বসতির অবশ্যই অবসান হওয়া জরুরি। পাশাপাশি পাহাড় সুরক্ষায় দ্রম্নত কার্যকর ব্যবস্থা নিতে হবে। এখন বিভিন্ন স্থানে বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিয়ে তৎপর হবেন- এটাই প্রত্যাশা।