শিক্ষা কি জাতির মেরুদন্ড?
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় পরিবার থেকে আর তা শেষ হয় কোনো ডিগ্রি বা বড় ধরনের শিক্ষা দিয়ে। কিন্তু প্রকৃত শিক্ষা জন্ম থেকে মৃতু্য পর্যন্ত গ্রহণ করে মানুষ। কিন্তু বর্তমান এ কয়জনই বা বাহ্যিক শিক্ষা গ্রহণ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত। আগেরকার সময় চাকরির অভাব ছিল না, ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাকরিতে প্রতিযোগিতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত আর কোনো বাহ্যিক শিক্ষা গ্রহণ করে না। শুধু চাকরির যুদ্ধের জন্য মানুষ নিজেকে প্রস্তুত করে। মানুষ তার যোগ্যতা অনুযায়ী চাকরির দায়িত্ব গ্রহণ করে। নিজ দায়িত্ব অনুযায়ী তার নির্ধারিত দায়িত্ব পালন করে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। যদি সেই শিক্ষা ভুল হয় তাহলে দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। এক সময় শিক্ষার মান অনেক ভালো ছিল এবং পদ্ধতিও অনেক কঠোর ছিল। কিন্তু তা বর্তমানে নেই। প্রতি বছর জেএসসি, এসএসসি, এইচএসসি, বিভিন্ন চাকরির পরীক্ষার আগে শুরু হওয়র আগে শোনা যায় প্রশ্নফাঁস হওয়ার কথা, রেজাল্টের আগে শোনা যায় রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার কথা। অনেকেই পায় যোগ্যতার ভিত্তিতে রেজাল্ট আবার অনেকেই পায় দুর্নীতির ভিত্তিতে রেজাল্ট। বর্তমান সময়ে একটা আলোচিত বিষয় হলো পরীক্ষা না দিয়ে পরীক্ষার রেজাল্ট জিপিএ-৫ পাওয়ার কথা। সেরকম একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী থানার, চাম্বল উচ্চ বিদ্যালয়ের গত এসএসি পরীক্ষায় দুজন স্টুডেন্ট তথ্য ও যোগাযোগ বিষয় পরীক্ষা না দিয়ে পরীক্ষায় এ পস্নাস পেয়েছে। কিভাবে সম্ভব? তা সম্ভব হয়েছে বাংলাদেশে। সেই নামধারী শিক্ষার মূল্য কি? যার ফলে যোগ্য ব্যক্তি যোগ্য পদ থেকে বঞ্চিত। যেহেতু চাকরি ক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা, তাই সরকারের দরকার শিক্ষা ব্যবস্থা কড়া করা বা নজরে রাখা। সাধারণত আগেরকাল একজন স্টুডেন্ট আর বর্তমান স্টুডেন্ট পড়ালেখার দিকে প্রচুর পার্থক্য রয়েছে। এ দুর্বলতা কার? সরকারের নাকি জনগণের? শিক্ষা ব্যবস্থায় এসব কর্মকান্ড চলতে থাকলে শিক্ষা ব্যবস্থার কী হবে একবার ভাবছেন কি? এত জনসংখ্যার মধ্যে যেখানে হাজারো যোগ্য ব্যক্তি পাওয়ার কথা সেখানে অযোগ্য ব্যক্তি ছাড়া পাবে কি। বর্তমান শিক্ষা ব্যবস্থার যে হাল তা শিক্ষা জাতির বিরাট ক্ষতিকর। মোহাম্মদ ছরোয়ার শিক্ষার্থী সরকারি আলাওল কলেজ, চট্টগ্রাম