গাজায় শান্তি প্রচেষ্টায় আরব ও ইইউ বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
নেতানিয়াহুর সরকার বলেছে, বিরোধ শুধু সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তবে গাজা যুদ্ধে শান্তি প্রচেষ্টায় আরব ও ইইউ'র প্রচেষ্টা বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা বয়ে এনেছে।
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
অভিজিৎ বড়ুয়া অভি
আরব রাষ্ট্রের মন্ত্রীরা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেখা করে গাজা যুদ্ধের অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সাধারণ পথ তৈরি করার চেষ্টা করছে। সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা। ২৭-সদস্যের ইইউ'র পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত বৈঠকে যোগ দিয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য ইইউ'র বিশেষ প্রতিনিধি সোভেন কুপম্যানস বলেছেন, বৈঠকটির উদ্দেশ্য আরব এবং ইউরোপীয় দেশগুলোর অভিন্ন অবস্থান বের করা- যার মাধ্যমে ইসরাইল এবং ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাসের মধ্যে লড়াই শেষ করা যায়। কুপম্যানস রয়টার্সকে বলেছেন, 'আমাদের দায়িত্ব হলো আমরা কীভাবে একটি জোট তৈরি করতে পারি- যেখানে আমরা জনগণকে আলাদা না রেখে শান্তি প্রচেষ্টায় অবদান রাখার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করতে পারি।' ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের মারাত্মক হামলার পরে ইইউ গাজা যুদ্ধ নিয়ে বিভক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন এবং আয়ারল্যান্ড- নরওয়েসহ বলছে যে, তারা একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যখন ফ্রান্স এবং জার্মানি সঠিক বলে মনে করে না।
ইসরাইল-গাজা যুদ্ধে প্রায় ৩৬০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের তান্ডবে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি জিম্মি হয়েছে। গাজায় প্রায় ১২৫ জন বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইইউ সদস্যরা মূল অগ্রাধিকার দিচ্ছে যুদ্ধের অবসান, আঞ্চলিক যুদ্ধ এড়ানো এবং শান্তিময় মীমাংসার বিষয়ে সম্মত হওয়া- যেখানে ইসরাইল এবং ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি থাকবে। তবে এটি সঠিক যে, শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব এবং ইউরোপীয় দেশগুলোকে সম্পৃক্ত করে প্রচেষ্টার প্রয়োজন। এদিকে বাইডেন প্রশাসন স্পষ্ট করেছে যে, ইসরাইলের নিরাপত্তা গ্যারান্টিসহ ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে একটি দ্বি-রাষ্ট্র সমাধানকে তারা সমর্থন করে। আর আরব রাষ্ট্রগুলো একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন জানায়।
বেশ কয়েকটি আরব রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রাসেলসে আলোচনা করেছেন- যেখানে তারা ইইউ রাষ্ট্রগুলোকে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের ঘোষণায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এবং সৌদি আরবের সঙ্গে স্বাভাবিককরণ চুক্তির আমেরিকান রূপরেখার প্রতি ইসরাইলের প্রতিক্রিয়া সম্পর্কে হতাশা প্রকাশ করেছে। গাজা যুদ্ধ, শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনায় আরব ও ইইউ মন্ত্রীরা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেখা করে গাজা যুদ্ধের অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সাধারণ পথ তৈরির চেষ্টা করেছে। সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা ২৭-সদস্যের ইইউ থেকে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত বৈঠকে যোগ দিয়েছেন।
স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড গত বছরের হামাসের নেতৃত্বাধীন হামলার বিধ্বংসী প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ যুক্ত করার জন্য তিনটি পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টায় গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তেল আবিব কূটনৈতিক পদক্ষেপের নিন্দা করেছে- যা গাজায় যুদ্ধে অবিলম্বে কোনো প্রভাব ফেলবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদ থেকে একটি টেলিভিশন ভাষণে তার জাতিকে বলেছিলেন যে, 'এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একটি একক লক্ষ্য রয়েছে এবং তা হলো ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।' ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ দ্রম্নত এক্স-এ স্পেনের সমালোচনা করে বলেছেন, সানচেজের সরকার 'ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধাপরাধে উসকানিতে জড়িত ছিল।' আইরিশ পার্লামেন্টের আসন লেইনস্টার হাউসের বাইরে ডাবলিনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই পদক্ষেপ বিশ্বকে সংকেত পাঠায় যে, একটি পদক্ষেপ রয়েছে- যা একটি দেশ হিসেবে গ্রহণ করাতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান সম্ভব। যদিও প্রায় ১৪০টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে- জাতিসংঘের দুই-তৃতীয়াংশেরও বেশি- কোনো প্রধান পশ্চিমা শক্তি তা করেনি। তবু, তিনটি ইউরোপীয় দেশের স্বীকৃতি বিশ্বে ফিলিস্তিনি প্রচেষ্টার জন্য একটি বিজয় এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স ও জার্মানির ওপর তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য চাপ সৃষ্টি করবে।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সোমবারের বৈঠকের পর, আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, 'প্রথমবারের মতো একটি ইইউ বৈঠকে, সত্যিকার অর্থে, আমি ইসরাইলের জন্য নিষেধাজ্ঞার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দেখেছি।' হ্যারিস, আইরিশ নেতা মঙ্গলবার জোর দিয়েছিলেন যে, ইইউকে ইসরাইলের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করা উচিত, 'ইউরোপ আরও অনেক কিছু করতে পারে।' নরওয়ে, যেটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, কিন্তু তারা আনুষ্ঠানিক স্বীকৃতির আগে সপ্তাহান্তে ফিলিস্তিনি সরকারের কাছে কূটনৈতিক কাগজপত্র হস্তান্তর করে।
একই সময়ে, ইইউ'র পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রদক্ষেপ নিয়েছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস জঙ্গিগোষ্ঠীর নেতাদেরসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছেন। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের যৌথ ঘোষণা ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছিল, তারা তেল আবিবে দেশগুলোর রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল, যেখানে তারা ৭ অক্টোবর হামাসের হামলা এবং অপহরণের ভিডিও দেখান স্স্নোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব। সোমবার বলেছেন, তার সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তার সিদ্ধান্ত পার্লামেন্টে পাঠাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, অন্যদের মধ্যে, ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে সমর্থন করে তবে বলে যে, এটি একটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির অংশ হিসেবে আসা উচিত।
নেতানিয়াহুর সরকার বলেছে, বিরোধ শুধু সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তবে গাজা যুদ্ধে শান্তি প্রচেষ্টায় আরব ও ইইউ'র প্রচেষ্টা বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা বয়ে এনেছে।
অভিজিৎ বড়ুয়া অভি : গবেষক ও প্রাবন্ধিক