শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দেশের ২২৯টি নদী সংকটাপন্ন

কার্যকর পদক্ষেপ নিন
  ২৮ মে ২০২৪, ০০:০০
দেশের ২২৯টি নদী সংকটাপন্ন

দেশে নদী দখল ও দূষণের দৌরাত্ম্য চলছে। দেশের ২২৯টি নদী সংকটাপন্ন অবস্থায় পৌঁছে গেছে। এসব নদী এখনই দখল ও দূষণমুক্ত করা যাবে না। তবে সরকার ও সবাই মিলে চাইলে ৬৪টি জেলার একটি করে নদীকে দুই বছরের মধ্যে দখল ও দূষণমুক্ত করা সম্ভব। রোববার জাতীয় নদী সম্মেলনে বাংলাদেশে পরিবেশ আইনবিদ সমিতির সভায় উঠে এসেছে এসব কথা। উলেস্নখ্য, সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি নদী সংকটাপন্ন রংপুর বিভাগে, ৪৩টি। তা ছাড়া সিলেটের ৪২টি, খুলনায় ৩৭টি, বরিশালে ৩০টি, ঢাকায় ২৮টি, রাজশাহীতে ১৯টি, চট্টগ্রামে ১৭টি ও ময়মনসিংহে ১৩টি নদী সংকটাপন্ন। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সবাইকে নিয়ে নদী রক্ষা করতে হবে। দেশের সব নদীর তথ্যভান্ডার তৈরি করতে হবে- যাতে প্রতি বছর নদী রক্ষায় কী অগ্রগতি হলো, তা পর্যবেক্ষণ করা যায়। আর দেশের পরিবেশ ও বন্যপ্রাণীসহ নানা প্রাকৃতিকসম্পদ সুরক্ষায় যেমন আইন আছে, নদী সুরক্ষায় তেমন একটি আইন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী দখলকারীরা অপরাধী। পৃথিবীর সব দেশেই নদীকে ঘিরে সভ্যতা হয়েছে। আমাদের দেশেও হয়েছে। নদীর পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান হবে, বড় বড় স্থাপত্য হবে কিন্তু সেটা নদীকে রক্ষা করে করতে হবে। কিন্তু আমাদের দেশে এসব হচ্ছে নদীকে ধ্বংস করে। নদী রক্ষায় আমাদের দুর্বলতা আছে। আগামী মাসে নৌ সপ্তাহ শুরু হবে। সেখানে নদী রক্ষার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দেশের নদীগুলো দখল ও দূষণের শিকারই কেবল নয়। নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর পাড় ভাঙাসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বালুমহাল ইজারা দেওয়ার নামে নদীগুলোকে ধ্বংস করা হচ্ছে। এগুলো এখনই বন্ধ করতে না পারলে অনেক নদী দ্রম্নত মারা যাবে। মনে রাখতে হবে, শুধু আইন দিয়ে নদী দখল প্রতিরোধ সম্ভব নয়। দেশের নদী রক্ষার বিষয়ে কাজ করার আগে নদীর ধরন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমাদের এও মনে রাখতে হবে, নদী শুধু নৌপথ নয়, এটি আমাদের কৃষি, জীবনযাপন ও প্রাণপ্রকৃতির সবচেয়ে বড় আধার। তাই নদী রক্ষার বিষয়টিকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার কারণে আজ এ অবস্থা তৈরি হয়েছে। আশার কথা, নদী রক্ষা কমিশন দখলদারিত্বের তালিকা তৈরি করছে। নদী রক্ষা কমিশনকে জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন করতে হবে। তাহলে নদী এলাকায় দখলকারীদের চাপে রাখা যাবে, প্রান্তিক মানুষ সচেতন হবে। সরকারের পরিকল্পিত উদ্যোগই কেবল পারে দেশের নদীগুলোকে দখল ও দূষণের কবল থেকে রক্ষা করতে। এ ক্ষেত্রে জনসচেতনতাও বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে