শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

প্রেসিডেন্ট রাইসির মৃতু্য ও আন্তর্জাতিক রাজনীতি

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট ও তার সরকারব্যবস্থা যদি চীন, রাশিয়াসহ অন্যান্য যুক্তরাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে এক হয়ে রাইসির অনুরূপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন নাও আসতে পারে। অন্যথায় আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন আসবে এটি স্পষ্ট। আর আন্তর্জাতিক রাজনীতির এরূপ পরিবর্তনে শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রভাবিত হবে এমনটা নয় বরং পুরো পৃথিবীর সব দেশ প্রভাবিত হবে।
মোহাম্মদ শাকিল আহমেদ
  ২৩ মে ২০২৪, ০০:০০
প্রেসিডেন্ট রাইসির মৃতু্য ও আন্তর্জাতিক রাজনীতি

গত ২০ মে ২০২৪ দিনটি আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই দিনে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইরান যেমন হারিয়েছে একজন নেতাকে, ঠিক তেমনি পুরো মুসলিম বিশ্ব হারিয়েছে একজন অভিভাবককে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে, একজন বৈশ্বিক নেতার পাশাপাশি মুসলিম বিশ্বের একজন অভিভাবক ছিলেন এ বিষয়ে সন্দেহ নেই। এর প্রমাণ হিসেবে মুসলিমদের বিভিন্ন সংকটে রাইসিকে এগিয়ে আসতে দেখা যায়। যদি বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় নেতাদের তালিকা করা হয়, তবে তাদের মধ্যে ইব্রাহিম রাইসির নামটি সবার উপরে আসবে হয়তো। বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে লক্ষ করলে দেখা যায়, আন্তর্জাতিক রাজনীতিতে পুরো বিশ্বে অন্যান্য নেতারা এক পক্ষে আর রাইসি একাই অপর পক্ষে। সহজ ভাষায় যাকে বলা য়ায় স্রোতের বিপরীতে চলমান একজন রাজনীতিবিদ। যদি আমরা বর্তমান সময়ের আন্তর্জাতিক রাজনীতিকে দুটি অংশে বিভক্ত করি- এক. পশ্চিমা রাজনীতি (মুসলিমবিরোধী) আর অন্যটি পশ্চিমাবিরোধী রাজনীতি (মুসলিমদের পক্ষে)। তাহলে পশ্চিমা রাজনীতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ এমনকি অনেক মুসলিমদের দেশের বড় বড় নেতারা থাকলেও পশ্চিমাবিরোধী রাজনীতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিই অন্যতম। যেহেতু আন্তর্জাতিক রাজনীতিতে প্রসিডেন্ট রাইসি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুতরাং ওনার মৃতু্যতে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। বৈশ্বিক রাজনীতিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির গুরুত্ব যে, অনস্বীকার্য তা চলমান ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে রাইসির পূর্ণ সমর্থন দেখলেই বোঝা যায়। গত ৮ অক্টোবর ২০২৩ হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হয় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইরান। ফিলিস্তিনকে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে পাশে আছে ইরান তথা ইব্রাহিম রাইসি ও তার সরকার। শুধু ফিলিস্তিনকে অস্ত্র বা ত্রাণ দিয়ে সাহায্য করে নয়, এমনকি সরাসরি ইসরাইলকে হামলা করার মাধ্যমেও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর প্রমাণ আমরা গত ১৩ এপ্রিলসহ বিগত নানান সময়ে ইসরাইলে ইরানের হামলা ও উত্তেজনার দিকে লক্ষ করলে দেখতে পারি। সুতরাং বুঝাই যাচ্ছে ইরানের প্রসিডেন্ট রাইসির মৃতু্যতে চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ফিলিস্তিনের ওপর রাইসির মৃতু্যর প্রভাব পড়বে এটা স্পষ্ট। তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অবর্তমানে ইরানের পরবর্তী নেতাদের ওপর নির্ভর করলে কতটা প্রভাবিত হবে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ এবং যুদ্ধ পরিচালনায় কতটা ইরানের সমর্থন পাবে ফিলিস্তিন।

এ ছাড়া বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার রদবদলেও রয়েছে ওই দুই পক্ষ। যুক্তরাষ্ট্রীয় পক্ষ আর যুক্তরাষ্ট্রবিরোধী পক্ষ। যুক্তরাষ্ট্র বিরোধী পক্ষে যেমন আছে চীন, রাশিয়া ঠিক তেমনি আছে ইরানও। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিগত সময়ে প্রায়ই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের অবনতি হয়েছে। যা আরও স্পষ্টভাবে লক্ষ করা যায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাসন আমলে। এখানেও রয়েছে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের প্রভাব। একদিকে ইরান যেমন সম্পূর্ণভাবে ফিলিস্তিনকে সমর্থন করে অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইসরাইলকে পূর্ণ সমর্থন করে। যেহেতু ইরান যুক্তরাষ্ট্রবিরোধী শক্তিগুলোর মধ্যে অন্যতম এবং এতে প্রেসিডেন্ট রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল সুতরাং রাইসির মৃতু্যতে যুক্তরাষ্ট্রবিরোধী শক্তিগুলোর মধ্যে রাইসিবিহীন ইরানের সম্পর্কের অবনতি ও সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি হলেও হতে পারে। এমনটি হলে আন্তর্জাতিক রাজনীতিতে রাইসির মৃতু্যর প্রভাব পড়বে। তবে এই বিষয়টিও নির্ভর করবে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট ও সরকারব্যবস্থার ওপর।

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট ও তার সরকারব্যবস্থা যদি চীন, রাশিয়াসহ অন্যান্য যুক্তরাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে এক হয়ে রাইসির অনুরূপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন নাও আসতে পারে। অন্যথায় আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন আসবে এটি স্পষ্ট। আর আন্তর্জাতিক রাজনীতির এরূপ পরিবর্তনে শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রভাবিত হবে এমনটা নয় বরং পুরো পৃথিবীর সব দেশ প্রভাবিত হবে।

মোহাম্মদ শাকিল আহমেদ : কলাম লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে