পাঠক মত

মা গো খুব বেশি ভালোবাসি তোমাকে

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

সোহাগ সরকার কবি/বাচিক শিল্পী/কলামিস্ট
আমি কেন জানি, কখনো তোমায় বলতে পারিনি- মা, ভালোবাসি আমি, ভালোবাসি তোমায়, কেন জানি আমি বুঝাতে পারিনি- কতটা ভালোবাসি, কষ্ট কিংবা আনন্দঘন উদ্বেল সময় সন্তানের মুখে একটু হাসিই যেন মায়ের কাছে পৃথিবীর সব সুখ। কিন্তু যদি সেই মায়ের সামনেই পড়ে থাকে সন্তানের নিস্তেজ দেহ? সে কি পারবে নিজেকে সামলাতে? না, কখনই তা সম্ভব না। কারণ, মা তো মা-ই! হোক সে মানুষ কিংবা অন্য কোনো প্রাণী, মানব, দানব, পশুপাখি- সে যাই-ই হোক না কেন, মা যে সব ক্ষেত্রে শুধুই মমতাময়ী মা। ধরার সব ক্ষেত্রে মা'র রূপ এক এবং অভিন্ন। ধরার সব মা-ই তার জ্বলন্ত প্রতিমূর্তি। পাঠককুল একমত হবেন হয়তো, পৃথিবীর সবচেয়ে প্রাণউচ্ছল উচ্চারণ মা, সবচেয়ে আবেগী শব্দ মা, সবচেয়ে মধুর ডাক মা, সব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মা; আমার মতো করে বললে বলব, সব মমতা যায় ফুরিয়ে সময় হলে পার। মায়ের মমতা প্রেম ভালোবাসা নয়তো হারাবার...। মায়ের প্রতি ভালোবাসা মমত্ববোধ যেন শুধু এই মা দিবসটিকে ঘিরে না হয়। মায়ের জন্য শুধু একটি দিন নয়। আমাদের জীবনের প্রতিটি দিনই হোক মায়ের জন্য। মা দিবসে এই মূলমন্ত্র জাগরিত হোক সবার মনে। কারণ মা-ই যে প্রতিটি সন্তানের শেষ আশ্রয়। প্রাণের ভাষায় বলি, কখনো ভেবেছি চিৎকার করে ভালোবাসি- বলি মা, অদৃশ্য কোনো শক্তি বলে না তা কর না? মার ভালোবাসা হালকা কিংবা ঠুনকো বিষয় নয়। পৃথিবীর সব মা সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকুক। মায়ের আদর মাখা আঁচল তলে ঠাঁই হোক প্রতিটি মানব শিশুর। সোহাগ সরকার কবি/বাচিক শিল্পী/কলামিস্ট