শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ভূগর্ভস্থ পানি সংরক্ষণে টেকসই পদক্ষেপ জরুরি

মো. রবিউস সানি জোহা, শিক্ষার্থ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ভূগর্ভস্থ পানি সংরক্ষণে টেকসই পদক্ষেপ জরুরি

বিশ্বের প্রায় চার ভাগের তিনভাগ পানি হলেও স্বাদুপানি বা মিঠাপানির পরিমাণ খুবই কম। পৃথিবীতে মোট পানির প্রায় ৯৭.৫ শতাংশ সামুদ্রিক পানি আর মাত্র ২.৫ শতাংশ স্বাদুপানি বা মিঠাপানি। তাই, মিঠাপানির পরিমাণ খুবই কম হওয়াই এর টেকসই ব্যবস্থাপনা সারাবিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রাপ্ত মিঠাপানির ৭০ শতাংশ ব্যবহার হয় ফসল উৎপাদনে ২০ শতাংশ শিল্প কারখানায় বাকি ১০ শতাংশ গৃহস্থালির কাজে। কিন্তু এই মিঠাপানি বা বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। বাংলাদেশও এর বাহিরে নয়। দেশে প্রধানত ভূ-গর্ভস্থ পানি যন্ত্রের সাহায্যে উত্তোলনের মাধ্যমে বিপুল পরিমাণ পানির চাহিদা পূরণ করা হচ্ছে। কিন্তু ভবিষ্যতে জনসংখ্যা আরও বাড়বে এবং এর সঙ্গে পালস্না দিয়ে বাড়বে শিল্পায়নও। ফলে পানির ব্যবহার ও অপচয় ক্রমেই বাড়তে থাকবে। একটা সময় ভূ-গর্ভস্থ পানির অভাবে বাংলাদেশকে বড় ধরনের সংকটে পড়তে হবে। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ও বিভিন্ন অঞ্চলে প্রত্যাশামতো পানি না পাওয়া সেটিই ইঙ্গিত দিচ্ছে। তাই ভূগর্ভস্থ পানি কম ব্যবহারের ওপর জোর দিয়ে নীতিমালা তৈরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য পোশাক কারখানা থেকে শুরু করে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান যদি বৃষ্টির পানি সংরক্ষণ, নদী সংস্কার ও নদীর পানি সংরক্ষণ ও পরিশোধের প্রতি যদি মনোযোগী হয়, তাহলে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে