ঈদ মুসলিম উম্মাহর একটি পবিত্র দিন। এই দিনে দূরদূরান্ত থেকে মানুষ নিজের আপনজনের কাছে ছুটে আসে। বিনিময় করতে চাই নিজের আবেগ, অনুভূতি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ঈদযাত্রা হয়ে ওঠে দুঃসাধ্যকর। এই অসাধু ব্যবসায়ীদের প্ররোচনায় পড়ে সাধারণ জনগণ। বিভিন্নভাবে তারা অতিরিক্ত ভাড়া দাবি করে এবং যা প্রদান না করলে কোনোভাবে কাঙ্ক্ষিত সুবিধা প্রদান করে না। ফলে বিক্ষিপ্ত হয় মানসিকতা। এর মধ্যে যদি কোনো ব্যক্তির মাসিক বেতন ও ব্যয়ের মধ্যে সমঝোতা না থাকে তাহলে তার পক্ষে এই অতিরিক্ত ভাড়া বহন করা সম্ভব হয় না। তাই পরিবহণ মালিক ও প্রশাসনের উচিত সবাই যেন সুন্দর ও সুস্থভাবে ঈদের যাত্রা তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে সঠিক ভাড়া প্রদানের মাধ্যমে যাত্রা করতে পারে এদিকে নজর রাখা। যাতে পরিবার ও প্রিয়জন নিয়ে ঈদ উপভোগ করতে পারে।