রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আত্মহত্যা দুর্বল চরিত্রের বাহক

নাদিয়া সুলতানা শিক্ষার্থী তৃতীয় বর্ষ, বাংলা বিভাগ চট্টগ্রাম কলেজ
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
আত্মহত্যা দুর্বল চরিত্রের বাহক

আজকাল খবরের কাগজ খুললেই দেখা মেলে আত্মহত্যা নিয়ে বড় বড় শিরোনাম। জবি শিক্ষার্থীর আত্মহত্যা, চবি শিক্ষার্থীর আত্মহত্যা, পাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীদের আত্মহত্যার শিরোনাম যেন এখন পত্রিকার পাতা থেকে সরছেই না পাকাপোক্ত স্থান করে নিয়েছে। আত্মহত্যা কখনো সঠিক পন্থা হতে পারে না। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার প্রবণতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। যা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের সমীক্ষা অনুযায়ী ২০২৩ সালে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। এভাবে এক-একটা ফুলের কলি পরিপূর্ণভাবে ফোটে তার সুবাস ছড়ানোর আগেই ঝড়ে যাচ্ছে। যা একটা দেশের জন্য অভিশাপস্বরূপ।

সুন্দর স্বাভাবিক মৃতু্যকে উপেক্ষা করে নিজেকে নিজের হাতে হত্যা করে মৃতু্য দেওয়াই আত্মহত্যা। যা মহাপাপ। ইসলামসহ বিভিন্ন ধর্মে ও আত্মহত্যাকে পাপ বলা হয়। আত্মহত্যা ইহলোক পরকাল উভয়টিই ধ্বংস করে দেয়। মানুষের জন্ম মৃতু্য একমাত্র আলস্নাহর হাতে। মানুষ তার জীবনের মালিক নন। একজন প্রকৃত ধর্মানুসারী মানুষ কখনো আত্মহত্যা করতে পারে না। সুরা নিসার ২৯ নম্বর আয়াতে আলস্নাহতায়ালা বলেন, 'তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আলস্নাহ তোমাদের প্রতি দয়ালু।'

এবং সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলেন, 'তোমরা স্বহস্তে নিজেদের ধ্বংসের মুখে ছেড়ে দিও না।'

জীবন দুঃখ, কষ্ট, সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হবেই, মানসিক চাপ থাকবেই তাই বলে তার জন্য আত্মহননের পথ বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। একটা জীবনে বাবা-মা, ভাইবোন সবার অবদান থাকে। একজন মা দশ মাস গর্ভধারণ করে নিজের সঙ্গে লড়াই করে সন্তানকে পৃথিবীতে আনেন, তার সন্তান পৃথিবীর সঙ্গে লড়াই না করে হেরে যাওয়ার জন্য নয়। মনে রাখতে হবে দুঃখের পরই সুখ, যন্ত্রণার পরই স্বস্তি মেলে, রাতের পরই দিন আসে। তাই ভেঙে পড়লে চলবে না। ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে অসম্ভব ভালোবাসতে হবে। ধর্মকে সঠিকভাবে গ্রহণ করতে হবে আঁকড়ে ধরতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সঠিক পথের সন্ধান পাবে। আত্মহত্যা নামক মানসিক ব্যাধি থেকে প্রতিকার যাওয়া যাবে। নিজের প্রতি বিশ্বাস, সাহস, মনোবল রাখতে হবে। হেরে গেলে চলবে না। আত্মহত্যা দুর্বল চরিত্রে বাহক। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, 'আত্মহত্যা জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে