পাঠক মত

ড. মুজিবুল হক স্বাস্থ্য সুরক্ষায় অনুপ্রেরণার অন্য নাম

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১৬:৫২

মাহবুবুল হক : সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারম্যান, আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

অধ্যাপক ড. মুজিবুল হক ইমিগ্রেন্টপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ও তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালট্যান্ট হিসেবে কর্মরত এবং টেক্সাসে স্থায়ীভাবে বসবাস করেন। ড. হকের বিজ্ঞান শিক্ষা শুরু হয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯ সালে রসায়নে ভর্তির পর থেকে, যেখান থেকে তিনি রসায়ন শাস্ত্রে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে বায়োঅর্গানিক কেমিস্ট্র্রিতে পিএইচডি ডিগ্রি এবং টেক্সাস মেডিকেল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট রিসার্চ সম্পন্ন করেন। ড. হক ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়, হিউসটন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ২০১০ সালের একটি বিশেষ ঘটনা তার জীবনে নাটকীয় পরিবর্তনের সূচনা করে। তখন তিনি ডক্টরাল রিসার্চ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন, তার শরীরে 'রিমোটওয়ড আর্থ্রাইটিস' সংক্ষেপে 'আরএ' নামক একটা অটোইমুইন রোগ দেখা দেয় এবং তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আমেরিকার উন্নত চিকিৎসা, অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা, দামি ওষুধ কিংবা দীর্ঘদিন স্টেরোয়েড গ্রহণের পরও তিনি সুস্থ হননি বরং দীর্ঘস্থায়ী ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে নতুন নতুন উপসর্গ দেখা দেয়। তার জীবনের এ কঠিন সময়ে উপায়ান্তর না পেয়ে সুস্থ হওয়ার জন্য বিকল্প চিকিৎসা সেবা খুঁজতে শুরু করলেন এবং একজন হলিস্টিক ইন্টিগ্রেটিভ মেডিসিন ডাক্তারের সন্ধান পান যার ন্যাচারাল মেডিসিন এবং পুষ্টিকর খাবারের গাইডলাইনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে ড. হক তার স্বাস্থ্যের উন্নতি দেখতে পেলেন এবং আস্তে আস্তে সম্পূর্ণ রোগমুক্ত হন। নিজের অবিশ্বাস্যভাবে সুস্থতার কারণে তিনি হলিস্টিক মেডিসিন বিষয়ে আগ্রহী হয়ে উঠেন এবং এ বিষয়ে পড়াশোনা ও গবেষণা শুরু করেন। ড. হক লেসলিকর্ন ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, সপমেড এবং ফাংশনাল মেডিসিন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে যথাক্রমে ইন্টিগ্রেটিভ মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন এবং ফ্যাংশনাল ডাইগোনস্টিক মেডিসিনের ওপর সার্টিফিকেট অর্জন করেন এবং 'দ্য ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটিভ হেলথ' বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ন্যাচারোপ্যাথি, এনডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস বোর্ড থেকে 'ডক্টর অব ন্যাচারোপ্যাথি (এনডি)' সার্টিফাইড হন। উলেস্নখ্য, ন্যাচারোপ্যাথিক মেডিকেল চিকিৎসা হলো আমেরিকার মূলধারার মেডিকেল চিকিৎসার পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি। এনডি ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্র সরকারের পাবলিক ও প্রাইভেট দুই ধরনের অনেকগুলো বিশবিদ্যালয়ই রয়েছে। এরপর ড. মুজিবুল হক বিশ্বখাত হাভার্ড ইউনিভার্সিটি থেকে 'পুষ্টি, স্বাস্থ্য এবং সুস্থতা' বিষয়ে গ্র্যাজুয়েট কোর্স সম্পন্ন করেন। বর্তমানে ড. মুজিবুল হক আমেরিকার বোর্ড সার্টিফাইড এবং লাইসেন্সপ্রাপ্ত হোলিস্টিক ইন্টিগ্রেটিভ মেডিসিন ডক্টর। এছাড়াও তিনি বর্তমানে ইন্টিগ্রেটিভ হেলথ বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক এবং ক্লিনিকাল ডিরেক্টর অব 'আমেরিকান ইনস্টিটিউট অব রেজেনেরেটিভ অ্যান্ড সেলুলার রিসার্চ, এআইআরসিআর। চিকিৎসাবিষয়ক ড. হকের অর্জিত জ্ঞান দ্বারা যাতে বিশ্বব্যাপী উপকৃত হতে পারে এবং রোগীরা সুস্থতা লাভ করতে পারে সেজন্য তিনি বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি মেডিকেল শাস্ত্রে গবেষণা সংক্রান্ত আর্টিকেল ও বই, ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রোগের প্রতিকার সম্পর্কিত উন্মুক্ত আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ হওয়ার বা সুস্থ থাকার গাইডলাইন প্রচার করছেন। বর্তমানে, বিশ্বব্যাপী রয়েছে ড. হকের কয়েক মিলিয়ন অনুসারী বা ফলোয়ার যারা বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। অধ্যাপক ড. মুজিবুল হক ড. হকের বিজ্ঞান ভিত্তিক সুদীর্ঘ ২৩ বছরের শিক্ষা ও গবেষণার মৌলিক ফলাফল হলো 'প্রতিটি স্বাস্থ্য সমস্যার একটা মূল কারণ থাকে এবং উক্ত সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধানও রয়েছে। যদি চিকিৎসার মাধ্যমে রোগের মূল কারণটি চিহ্নিত করা যায় এবং তার দূর করার যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। তবে যে কোনো রোগ থেকে চিরমুক্তি সম্ভব। কোন রোগীকে কোন রোগের জন্য সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। ড. হক মনে করেন, তার গবেষণালদ্ধ জ্ঞান থেকে মানুষ উপকৃত হবে, অসুস্থ রোগীরা তাকে অনুসরণ করে রোগ থেকে চিরমুক্তি লাভ করবে- এটাই তার জীবনের সার্থকতা। মেডিকেল শাস্ত্রে ড. হকের অনবদ্য গবেষণার সুফল ইতোমধ্যে শুরু হয়েছে। বিশ্বব্যাপী বর্তমানে অগণিত অসংখ্য মানুষ রয়েছেন যাদের সঙ্গে ড. হকের কখনো সাক্ষাৎ হয়নি- শুধুমাত্র তার ইউটিউব ভিডিও অনুসরণ করে অথবা তার প্রশিক্ষিত ডাক্তারের চিকিৎসায় সম্পূর্ণ রোগমুক্ত হয়েছেন এবং হচ্ছেন। অনেক মৃতু্যপথ যাত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। তাছাড়া হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বেতিরোগসহ অন্যান্য অটোইমিউন রোগ এবং ক্যানসারের মতো কঠিন রোগগুলো থেকে অসংখ্য রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে নবজীবন লাভ করছে যা ছিল তাদের কল্পনাতীত। তারাই তাদের নিজেদের আরোগ্য লাভের সফলতার গল্প ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন।ইন্টিগ্রেটিভ মেডিসিন চিকিৎসা বিষয়ে ড. হক যুক্তরাষ্ট্রের স্বনামধন্য কয়েকটি ডাক্তার গ্রম্নপের এবং মেডিকেল ইনস্টিটিউটের সঙ্গে গবেষণা করছেন, যেখানে মেডিকেল ডাক্তার ছাড়াও রয়েছেন কাইরোপ্র্যাক্টর, আকুপাংচার, নিউট্রশনিস্ট এবং অল্টারনেটিভ মেডিসিন ডক্টর। স্বাস্থ্য সমস্যা এবং শরীরের বিভিন্ন রোগ নিয়ে ড. হক এর লিখিত বই, আর্টিকেল, লেকচারগুলো ুিি.িফৎযধয়ঁব.হবঃ ওয়েবসাইটে রয়েছে। ওই ওয়েবসাইটের তথ্যগুলো সবারর জন্য উন্মুক্ত-যাতে স্বাস্থ্যবিষয়ক যে কোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য যে কেউ সংগ্রহ করতে পারে। বর্তমানে তার নিজস্ব তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিচালিত হচ্ছে ইন্টিগ্রেটিভ মেডিসিন ক্লিনিক। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার অবদানস্বরূপ, যুক্তরাষ্ট্রের টেক্সাসে ড. হকের ইন্টিগ্রেটিভ মেডিসিন ক্লিনিকের আদলে নিউইয়র্ক ও লন্ডনসহ বিশ্বের অনেক দেশে ওয়েলনেস ক্লিনিক প্রতিষ্ঠা ও ডাক্তার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এবং তার দীর্ঘদিনের চিকিৎসা সাফল্যের কৌশল শিখিয়ে যাচ্ছেন। তাছাড়া বিশ্বব্যাপী আগ্রহী ডাক্তারদের ভার্চুয়ালি এবং সরাসরি ইন্টিগ্রেটিভ ওয়েলনেস চিকিৎসার প্রশিক্ষণ দিচ্ছেন। বাংলাদেশে বসবাসরত রোগীদের উত্তরোত্তর চাহিদার পরিপ্রেক্ষিতে ২০২০ সালে বাংলাদেশেও অডঈ (আমেরিকান ওয়েলনেস সেন্টার) নামে স্বাস্থ্যসেবা ক্লিনিক চালু করা হয়েছে। ঢাকার ধানমন্ডির শুক্রাবাদস্থ ইসলাম টাওয়ারে অডঈ এর ডাক্তাররা গতানুগতিক মেডিকেল চিকিৎসা ও আমেরিকান রিজেনারেটিভ সার্টিফাইড এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন বিশেষজ্ঞ। তারা আমেরিকার স্বনামধন্য মেডিকেল ডক্টর এবং ড. হকের সরাসরি প্রশিক্ষিণপ্রাপ্ত। ইতোমধ্যে চিকিৎসাক্ষেত্রে অডঈ এর সাফল্য এবং উপকৃত রোগীদের সাক্ষাতের ভিডিও সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে। আপনাদের যে কোন স্বাস্থ্য সমস্যায় বা সাস্থ্য সুরক্ষায় ড. হকের প্রতিঠিত ক্লিনিকের ইন্টিগ্রেটিভ রেজেনেরেটিভ স্বাস্থ্যসেবা নিতে ও তার প্রশিক্ষিত ডাক্তারদের সঙ্গে কন্সালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। মাহবুবুল হক : সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারম্যান, আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ