হাস্য - রস
প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
কৃপণ : দাদা, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার : একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ : না রে ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!