বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করবে কে?

সার্বিক দিকে চুলচেরা বিশ্লেষণ করলে প্রশ্ন আসে, সরকার কৃষকের জন্য কতটুকু করছেন? অথচ প্রতিটি রাজনৈতিক দল স্স্নোগান দেন কৃষক বাঁচলে দেশ বাচবে, বাস্তবে তার চিত্রটা পুরো উল্টো। সুতরাং, কাগুজে নয়, বাস্তব কর্মকান্ড দিয়ে প্রমাণ করুন সরকার কৃষকবান্ধব।
শাহ মো. জিয়াউদ্দিন
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করবে কে?

নিত্যপণ্যের মূল্য শুধু বাড়ছে আর বাড়ছে। সরকারের নানা ধরনের তদারকি টিম তৈরি করেছেন, টিমগুলো মাঠে নেমে গেছে তারা এখন বাজার নিয়ন্ত্রণে ব্যস্ত নাকি অন্য কাজে! বাজারের পণ্যমূল্যের ঊর্ধ্ব গতিটা লক্ষ্য করলেই তা দেখা যায়। দাম বাড়া নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে শুধু কৃষি পণ্যের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে। যেমন কাঁচা মরিচের দাম যদি বেড়ে ৩০০ টাকা কেজি হয়, তাহলে গণমাধ্যমসহ ফেসবুকে ঝালের ঝড় ওঠে। কিন্তু এই দাম বাড়াটা সাময়িক যা আবার কমে ২০ টাকা চলে আসে। কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কিন্তু মজুতদারির জন্য হয় না। দাম বৃদ্ধির কারণ প্রাকৃতিক দুর্যোগ ও পরিবহণ জটিলতা। শোনা যাচ্ছে, বাজারে লেবুর দাম প্রতিটি ২০ টাকা হয়ে গেছে। লেবুর এই দাম বাড়ার জন্য দায়ী কে? দেশের কৃষক কি এই লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন ? না কি স্বল্প পুঁজির লেবু ব্যবসায়ীরা এর দাম বাড়াল? লেবুর দাম নিয়ে বাজার নিয়ন্ত্রকরা গলদঘর্ম অভিযান চালিয়ে যাচ্ছেন। পাঁচ টাকার লেবু ১৩ টাকায় বিক্রি করায় লেবু বিক্রেতার জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। একজন লেবু বিক্রেতার মূলধন কত? তাছাড়া যারা লেবু বিক্রি করে তাদের পক্ষে সিন্ডিকেট তৈরি করাটাও সম্ভব না। রোজায় লেবুর চাহিদা এতই বেড়েছে যে, তার জোগান সামলানোটাই বিক্রেতাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অপর দিকে লেবু উৎপাদনকারী কৃষক তো আর হঠাৎ করে এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে লেবুর উৎপাদন বাড়াতে পারে না। চাহিদা ও জোগানের বিস্তর ফারাকের চক্করে পড়ে স্বল্পপুঁজির লেবু ব্যবসায়ী ও প্রান্তিক কষকরা একটু আকটু বেশি দাম নিচ্ছেন। যদিও বিষয়টি অন্যায় কিন্তু এর চেয়ে অধিক অপরাধী সিন্ডিকেটদের নিয়ে তোলপাড় হয় না- যা হচ্ছে লেবুর দাম নিয়ে। রমজানের আগে মাল্টা ফল ( বিদেশ থেকে আমদানি করা) ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে রাজশাহী বাজারে বিক্রি হতো। প্রথম রোজার ইফতারের সময় তার দাম রাজশাহী মহানগরীর অনেক জায়গায় ৫০০ থেকে ছয়শ টাকা হয়ে গিয়েছিল। মাল্টার বিষয়টি নিয়ে কোনো তোলপাড় হয়নি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমগুলোতে। দেশের কৃষকের লেবু, বরই, পেয়ারা, কাঁচা মরিচের দাম বাড়লে তা নিয়ে তোলপাড় করে তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমগুলো। বর্তমান সময়টা চৈত্রমাস, এই সময়টা লেবুর মৌসুম নয়, তারপরও কৃষি দপ্তর নানাবিধ লেবুর জাত উদ্ভাবন করেছেন। তার জন্য এই অসময়ে এখন লেবু পাওয়া যায়। এই হাইব্রিড উৎপাদনের ফলে বাজারে এখন লেবু পাওয়া যাচ্ছে। আজ থেকে ৪০ বছর আগে হলে এই সময় লেবু পাওয়া যাওয়ার কথা ছিল না।

বর্তমানে খুচরা বাজারে মোটা চালের দাম প্রতি কেজি ৫০ টাকা। প্রান্তিক কৃষক মোটা চালের ধান বাজারে বিক্রি করে থাকে নয়শ থেকে ১ হাজার টাকায়। এক মণ ধানে ২৬ থেকে ২৮ কেজি চাল উৎপাদন হয়। এক মণ ধানের চাল বাজারে বিক্রি হচ্ছে ১৪শ' টাকায়। এক মণ ধান থেকে চাল উৎপাদন করতে বড় চাতাল বা মিলে খুব বেশি হলে খরচ হয় ৫০ টাকা। প্রতি মণ ধানে চাল তৈরি করে মিল মালিকরা লাভ করছেন প্রায় ৩ শত ৫০ টাকা থেকে চারশ টাকা। শতকরা হিসাব করলে দেখা যাবে প্রায় ৪০ শতাংশ লাভ হয়। এই লাভটা ভোগ করে চালকল মালিক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত। কৃষক কিন্তু তার উৎপাদন খরচের নায্যমূল্যটাও পায় না। কারণ বর্তমানে বড় বড় মিল গড়ে উঠার কারণে গ্রাম পর্যায়ে প্রান্তিকরা আর ধান থেকে চাল বানাতে পারে না। এখানে একটা প্রশ্ন চলে আসে, প্রান্তিক কৃষক থেকে ধান কিনে চাল বানিয়ে খুচরা বাজারে চাল বিক্রি করার যে চ্যানেলটা কাজ করছে তা কীভাবে মনিটরিং বা তদারকি করেন বর্তমানের বাজার মনিটরিং টিম। তারা কি মোহাম্মদপুর কৃষি বাজার, বাদামতলীর চালের আড়ত দেখেই শেষ করেন? নাকি প্রান্তিক কৃষক থেকে ধান কিনে তা চালে পরিণত করার পর্যন্ত যে স্তরগুলো আছে তা মনিটরিং করেন।

বর্তমানে বাজার মনিটরিংয়ের নামে যা চলছে তাতে কৃষক তার উৎপাদিত পণ্যের নায্যমূল্য পাওয়ার কোনো আশাই দেখছেন না। পেঁয়াজের দাম হঠাৎ করে গগনচুম্বি। অথচ বর্তমানে দেশি পেঁয়াজ উৎপাদনের মৌসুম চলছে। গ্রামের মাঠগুলোতে কৃষকরা মাটির নিচ থেকে পেঁয়াজ তুলছেন। তাহলে কেন পেঁয়াজের বাজারে আগুন? তার নেপথ্যে কারা কাজ করছে তা কি দেখছেন বাজার মনিটরিং টিম? ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে ভরা উৎপাদন মৌসুমে কৃষক তার পেঁয়াজের নায্য দাম পাচ্ছে না। পেঁয়াজ ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কোটি টাকার মালিক। বর্তমানে গ্রামের কৃষকরা মুড়িকাটা পেয়াজ পাইকারদের কাছ থেকে প্রতি কেজি ৫০-৬৫ টাকার দরে দাম পাচ্ছেন। কৃষক বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছে। কারণ, পেঁয়াজ ফলানোর উৎপাদন খরচ তাকে মিটাতে হয়েছে ধার দেনা করে। বর্তমানে সরকার আলুও ভারত থেকে আমদানি করছেন, বাজার স্থিতিশীল রাখার জন্য। ভারতীয় আলু আসার সুবাদে প্রতিকেজি আলু ২৫- ৩৫ টাকা দরে স্থানভেদে কেনা বেচা হচ্ছে। এখন আলু উঠানোর সময়। কৃষকরা মাঠ থেকে আলু উঠাচ্ছেন আর ঠিক ওই সময়ই সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছেন ব্যবসায়ীদের। তাহলে কৃষকের অবস্থাটা কি দাঁড়ায়। একজন প্রান্তিক কৃষক কত টাকা করে আলু বিক্রি করতে পারবেন যদি খুচরা বাজারে এই দাম হয়। কীভাবে একজন কৃষক তার উৎপাদন খরচ মিটাবেন তা কি কেউ ভেবে দেখেছেন। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সস্তামূল্যে কোল্ডস্টোরেজ মালিকরা আলু কিনে আবার মজুত করবে। তারপর বাজারে আলু সংকট সৃষ্টি হবে। এই বিষয়টি কি কথিত সুশীলরা ভেবেছেন কখনো। অবশ্যই এরা মুনাফার আশায় আলু মজুতের কাজটি করবে। এই পেঁয়াজ ও আলু আড়তদাররা মজুত করে রাখবে, আর ভারতীয় ব্যবসায়ীদের যোগসাজশ করে একটা সময় আমদানিটা বন্ধ করে দেবে আর তখন পেঁয়াজ ও আলু থেকে মোটা অংকের মুনাফা হাতিয়ে নেবে। আর ওই সময়টায় কৃষকের হাতে আলু ও পেঁয়াজ থাকবে না- যা দিয়ে সিন্ডিকেট রোধের ব্যবস্থা করা যাবে। বাজার যারা মনিটরিং করেন তারা উৎপাদক (কৃষক) পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত কৃষি পণ্যের হাতবদলটা কীভাবে মনিটরিং করেন তারও একটি ব্যাখ্যা থাকা দরকার। আর এই ব্যাখ্যাটা গণমাধ্যমে আসা উচিত- যা সাধারণ মানুষ দেখে বুঝতে পারবে মূল সমস্যাটা কে করছে। এ ধরনের ব্যাখ্যার ব্যবস্থাটা যদি থাকে তাহলে প্রতীয়মান হয়ে যাবে বাজার মনিটরিং ব্যবস্থাটা আসলে কি কৃষকবান্ধব না আড়তদার মজুতারবান্ধব। ২০২৩ সালে বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হতো ১০৯ টাকা দরে বর্তমানে ওই চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা। দেশের সিংহভাগ চিনি আমদানি করে গুটিকয়েক ব্যবসায়ী। বিদেশের বাজারে পাইকারি দরে প্রতিকেজি চিনি কিনে কত টাকা করে বিক্রি করছেন তা কি বাজার মনিটরিং টিম তদারকি করেন। নাকি বাজার মনিটরিং টিম খুচরা বিক্রেতার ওপর এসে তাফালিং করে বেড়ান। এক বছরে চিনির দাম বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। চিনির দাম কিন্তু কমবে না, কাঁচা মরিচ, আলু, পেঁয়াজ ও লেবু ( যেগুলো দেশের কৃষক উৎপাদন করে) ইত্যাদির দাম কমবে। চিনি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে অথচ দেশের সরকারি চিনিকলগুলোর কোনো সংস্কার করার কোনো উদ্যোগ নেই। এদিকে সরকারি চিনিকলগুলো বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি চিনি কল। দেশের চিনিকলগুলো চালু থাকলে শ্রমিকের ও কৃষকের কর্মসংস্থান হতো। দেশের যে কটি সরকারি চিনির কল চালু আছে সেগুলোতে আখ সাপস্নাই দিয়ে কৃষক সময় মতো নায্যমূল্যটাও পায় না।

সার্বিক দিকে চুলচেরা বিশ্লেষণ করলে প্রশ্ন আসে, সরকার কৃষকের জন্য কতটুকু করছেন? অথচ প্রতিটি রাজনৈতিক দল স্স্নোগান দেন কৃষক বাঁচলে দেশ বাচবে, বাস্তবে তার চিত্রটা পুরো উল্টো। সুতরাং, কাগুজে নয়, বাস্তব কর্মকান্ড দিয়ে প্রমাণ করুন সরকার কৃষকবান্ধব।

শাহ মো. জিয়াউদ্দিন : কলাম লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে