পাঠক মত
আইনের বাস্তবায়ন চাই
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মো. রাশেদ ইসলাম শিক্ষার্থী, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
তরুণ প্রজন্মকে তামাকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, সিগারেটের দোকান শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ২০ গজ দূরে থাকতে হবে। তবে এই আইন না মানার প্রবণতা দিন দিন বেশি দেখা যাচ্ছে। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ৬ এর 'ক' ধারায় বলা আছে, অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোনো ব্যক্তির কাছে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণ কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না। এই বিধান লঙ্ঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবে এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডিত করা হবে। আবার ধূমপানে ধূমপায়ী ও অধূমপায়ী উভয়ই ক্ষতিগ্রস্ত হন। সিগারেটের ধোঁয়ায় ৪০০০/- এর বেশি রাসায়নিক পদার্থ থাকে। যার মধ্যে ২৫০টিরও বেশি বিষাক্ত ও ক্যানসার সৃষ্টিকারী উপাদান রয়েছে, যা থেকে ফুসফুসের ক্যানসার, হৃদরোগ এবং শ্বাসনালীর রোগসহ নানা রোগের জন্ম দেয়। মূলত ধূমপান আইন মেনে না চলার প্রবণতা, শাস্তি ও জরিমানার পরিমাণ কম হওয়ার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বেড়েই চলছে সিগারেটের দোকান আর নেশার কবলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে ভবিষ্যতে প্রজন্ম। তাই এ বিষয়ে আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।