পাঠক মত

অনলাইন অ্যাপসসমূহের ভয়ানক ফাঁদ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফাহিম ফয়সাল
ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশই চায় ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে। তাই তারা অনলাইনের বিভিন্ন সাইটে ইনকামের সোর্স খুঁজতে থাকে। তাদের আয় করার সুপ্ত বাসনাকে উসকে দেয় বিভিন্ন ইউটিউবারেরা। তারা তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন অ্যাপস কে প্রোমোট করে থাকে। অ্যাপসগুলো ইন্সটল করলে দেখা যায়, গেম খেলে, যোগ-বিয়োগ করে, মুভি দেখে, অ্যাড দেখে টাকা আয়ের উদ্ভট পদ্ধতি। শঙ্কার ব্যাপার হলো, অ্যাপস ইন্সটল দেয়ার পর অ্যাপসটি মোবাইলের গ্যালারিসহ প্রয়োজনীয় সকল প্রাইভেট ফাইলের অ্যাক্সেস নিয়ে নেয়। আর একেকটা পদ্ধতি অনুসরণের মাধ্যমে খুব অল্প পরিমাণ টাকা অ্যাকাউন্টে জমা হয়। সেই সঙ্গে দেখতে হয় তাদের ৪০ সেকেন্ডের দীর্ঘ বিজ্ঞাপন। এরূপ অ্যাপস থেকে মাসে একশত টাকাও আয় করা যায় না। অপরদিকে ডিভাইসের সমস্ত ডাটা তারা চুরি করে নিয়ে থার্ড পার্টি কোম্পানিগুলোর কাছে চড়া মূল্যে বিক্রি করে। প্রত্যেকের উচিত এরূপ অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকা। এরূপ অ্যাপস সংশ্লিষ্ট গ্রম্নপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ফাহিম ফয়সাল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া