বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
পাঠক মত

চলুন সবাই এগিয়ে আসি

নতুনধারা
  ১২ নভেম্বর ২০২০, ০০:০০

পৃথিবীতে মানুষ কোনো না কোনো কিছুর প্রতি অনুরক্ত বা আসক্ত হয়ে পড়ছে। তার ভিতরে মাদক একটি ভয়ানক নেশা। এক কথায় বলতে গেলে সুস্থ ও সুন্দর সমাজ নিপাত করতে মাদকের বিকল্প কিছু নাই। মাদকাসক্তি বর্তমানে আমাদের তরুণ সমাজের সবচেয়ে বড় ব্যাধি। আজকের তরুণই আগামীর ভবিষ্যৎ আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রয়োজন সুস্থ-শিক্ষিত ও মেধাবী তরুণ শক্তি। অথচ সেই তরুণ শক্তি দিন দিন ম্রিয়মাণ হয়ে পড়েছে। মাদকাসক্তের পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করে। তার মধ্যে উলেস্নখযোগ্য কয়েকটি হলো- পারিবারিক অশান্তি, সঙ্গদোষ, কৌতূহল, অনুকরণ, প্রেমে ব্যর্থতা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অসচ্ছলতা, বেকারত্ব ও দারিদ্র্য মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি। মাদকাসক্ত তরুণরা নেশার খরচ জোগানোর জন্য চুরি- ছিনতাই-অপহরণ-খুন ও ধর্ষণের মতো নানারকম সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। মাদক সেবনের ফলে ব্যবহারকারীর রক্তচাপ বেড়ে যায়। লিভার-কিডনি ক্ষতিগ্রস্ত হয়, যৌনক্ষমতা হ্রাস পায় ক্যান্সার ও ব্রেন টিউমার এবং এইডসসহ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আর স্বভাবিক সুখ-স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিচ্ছে। অনেকে অকালে মৃতু্যবরণ করছে। তাই দেশকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। পরিবারের সবার প্রতি সবার দায়িত্ব ও কর্তব্য বজায় রাখতে হবে। তাই নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি।

আকাশ হোসেন করিম

শিক্ষার্থী, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে