শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রক্তদান-জীবনদান

সুকান্ত দাস পরিসংখ্যান বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  ০৮ নভেম্বর ২০২০, ০০:০০

মানুষ সামাজিক জীব। একে অন্যের বিপদে সাহায্য করবে এটাই স্বাভাবিক। রক্তদান এক মহান কাজ। রক্তদানের মাধ্যমে আমরা একজন মানুষের জীবন বাঁচাতে পারি। দুর্ঘটনা, বড় কোনো অপারেশন, সিজারসহ বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের রক্তের প্রয়োজন হয়। একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে ৫-৬ লিটার রক্ত থাকে। নিয়মিত রক্তদান করলে শরীরে কোনো বড় রোগ আছে কিনা তা জানা যায়। কারণ রক্ত নেওয়ার আগে রক্তদাতার শরীরে এইডস, সিফিলিস, হেপাটাইটিস বি, সি ম্যালেরিয়ার মতো বড় রোগের সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করা হয়। ফলে রক্তদানের সময় দাতার স্বাস্থ্য পরীক্ষাও হয়ে যায় একবারে। ধর্মীয়ভাবেও রক্তদান অনেক পুণ্যের কাজ। ৪৫ কেজি বা তার থেকে বেশি ওজনের ১৮-৬০ বছর বয়সি শারীরিক মানসিকভাবে সুস্থ মানুষ রক্ত দিতে পারে। অনেক সময় অত্যন্ত জরুরি দরকারে রক্ত পাওয়া যায় না, কিছু ক্ষেত্রে সময়মতো রক্ত না দেওয়ার ফলে রোগী মারাও যায়। আমার বা আপনার রক্তে একজনের জীবন বাঁচবে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। অনেকে রক্ত দিতে ভয় পায়, মনে করে রক্ত দিলে শরীরের ক্ষতি হবে। অনেকে রক্তদানের সুফল জানে না। তাই আমাদের সবার উচিত নিজের জায়গা থেকে আশপাশের সবাইকে রক্তদানের সুফল সম্পর্কে সচেতন করা, বোঝানো, ভীতি দূর করা। অনেক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে এটা নিয়ে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো শারীরিক প্রতিবন্ধকতা না থাকলে স্বেচ্ছায় রক্ত দিতে হবে। রক্তের অভাবে আর কারও জীবন না যাক এটাই প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে