বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে

সুরভী আক্তার কুমিলস্না
  ০৮ নভেম্বর ২০২০, ০০:০০

দুর্নীতিবাজদের সময় শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করবো না আর ভয়ভীতি, রুখবো এবার দুর্নীতি। দেশপ্রেমে শপথ করি, স্বপ্নপূরণে হাল ধরি, দুর্নীতিবাজদের ঘৃণা করি, সবাই মিলে দেশ গড়ি। এ স্স্নোগানের মূল বিষয়বস্তু হলো- দেশপ্রেম ও মূল্যবোধ। এ দুটি কথা নিয়ে আলোচনা ও সমালোচনা করতে গিয়ে প্রায়ই আমরা লাইনচু্যত হয়ে পড়ি। আমার এ লেখার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হবে না। যদি মনের গহিন থেকে আপনার মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ থাকে অনেকটা লাইলী, মজনু, শাহজাহান ও মমতাজের ভালোবাসার মতো, তাহলে আপনি দুর্নীতি নামক ক্যান্সার ভাইরাসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারেন না। দেশপ্রেম হলো, এমন একটি ধারণা যা মানুষকে সব অন্যায় থেকে দূরে রাখে। দেশের প্রতিটা জিনিসের প্রতি ভালোবাসার সৃষ্টি করে। আর মূল্যবোধ হলো এমন একটি চেতনা যা মানুষকে ন্যায়-অন্যায়ের শিক্ষা দেয়। এখানে একটি কথা বলতে হয়, ২৬ নভেম্বর/২০১৯ইং মার্কিন দূতাবাস থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়েছে, বাংলাদেশে এমন কোনো সেক্টর বা খাত নেই যে, যেখানে দুর্নীতি ছাড়া কোনো কাজ করা সম্ভব। আমাদের মনে যদি সত্যিকারের দেশপ্রেম বা দেশের মানুষের প্রতি যদি বিন্দুমাত্র ভালোবাসা থাকত তাহলে হয়তো দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো না। তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, 'অবাক হই স্বদেশ তোমায় দেখে, অবাক হই স্বদেশ তোমার নোংরা দুর্নীতিতে জীবনের প্রতি স্তরে যদি হয়, অন্যায়ের কালো হাত, আমাদের সন্তানেরা কীভাবে শিখবে সততার মহান আকাশ।' ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে স্থান করে নেওয়া আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি আজ দুর্নীতির শিখরে তলিয়ে যাচ্ছে। দেশের প্রতি আমাদের ভালোবাসা ও দেশপ্রেম যদি এমন হতো, ওই প্রেমিক যুগলের মতো যে, সারাদিন ডেটিং শেষে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেওয়ার বেলায় প্রেমিক প্রেমিকাকে বলছেন, তোমার জন্য সাগর, নদী, ও বন-জঙ্গল পাড়ি দিতে পারি! প্রেমিকা বলছেন, ঠিক আছে ডার্লিং কাল সকালে সময় মতো আসিও, তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে না। প্রেমিক বলছেন, আমি আসব ডার্লিং, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে একটু দেরি হবে। তাই বলছি, দেশের প্রতি আপনার ও আমার যদি ওই প্রেমিকের মতো এতটাই দুর্বল হয় যে, সাগর পাড়ি দিতে পারবেন কিন্তু বৃষ্টি হলে একটু দেরি হবে। তাহলে, আপনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এরকম দেশপ্রেমিকের সংখ্যা দেশে আজও বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। যা রীতিমতো নজরকাড়ার মতো। আজ আমরা দেশে এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছি, নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রিয়া সাহার মতো দেশের বদনাম করতে আমরা একটুও লজ্জাবোধ করি না। যার একমাত্র কারণ হলো সত্যিকারের দেশপ্রেমের অভাব। যে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মাধ্যমে শিশুর মনে দেশপ্রেম ও মূল্যবোধ জাগ্রত করা সম্ভব সেই শিক্ষাঙ্গনে আজ দুর্নীতি। সেখান থেকে কি শিখব? এরকম হওয়ার একমাত্র কারণ হলো দেশপ্রেম ও মূল্যবোধের অভাব। দেশপ্রেম শব্দটির সঠিক উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদের (সা.) কথা। তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আজ কে আমাদের দেশের সব শ্রেণিপেশার মানুষের মনে দেশপ্রেম সৃষ্টি করতে না পারলে দুর্নীতি নিধন করা সম্ভব না। তাই আসুন দেশপ্রেমে শপথ করি, স্বপ্নপূরণে হাল ধরি। দেশের প্রতি ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম সৃষ্টি করতে পারলেই দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে