শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাবিতে একুশে বইমেলা শুরু

ক্যাম্পাস ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাবিতে একুশে বইমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ২০ ফেব্রম্নয়ারি উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব এই মেলা উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দুটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য।

বইমেলায় অর্ধশতাধিক স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলায় আরও রয়েছে লেখক-পাঠক আড্ডা, জুলাই স্মৃতি কর্ণার ও মুক্তমঞ্চ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ বিভাগীয় সভাপতিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে