আইএসইউতে সমঝোতা স্মারক স্বাক্ষর
\হক্যাম্পাস ডেস্ক
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আইএসইউর মহাখালী ক্যাম্পাসে ১০ ফেব্রম্নয়ারি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের উপস্থিতিতে, আইএসইউ ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষে সহকারী মহাব্যবস্থাপক, এ কে এম সাহেদ হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা আইএসইউ'তে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন। পাশাপাশি এখন থেকে আইএসইউ'র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা চিকিৎসা সেবা গ্রহণে হাসপাতালটিতে নানান সুযোগ-সুবিধা পাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইএসইউ'র ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুলস্নাহ কৌশিক, এডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন গাজী, সিনিয়র এক্সিকিউটিভ আবুহেনা মো. শহিদুজ্জামান, এক্সিকিউটিভ করপোরেট মো. জোনায়েদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাবিপ্রবিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
\হক্যাম্পাস ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নসরুলস্নাহ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।