পড়ার বিষয় বি ফার্মা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
দেশে বর্তমানে প্রায় ৩৫০টিরও বেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধ দেশের চাহিদা মিটিয়ে প্রায় ৭০টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। এতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা যোগ হচ্ছে জাতীয় অর্থনীতিতে। আর এসবের মূলে দেশের মেধাবী ছাত্রছাত্রীরা। তারা ফার্মাসিস্ট হিসেবে তৈরি হয়ে এ শিল্পকে দেশে ও দেশের বাইরে সুনাম অর্জন করতে সহায়তা করছে। এসব দিক সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মাসি বিভাগের যাত্রা শুরু। ইউনিভার্সিটির ফার্মাসি প্রধান হিসেবে কাজ করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগম। তিনি বর্তমানে ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের চেয়ারম্যান। এ বিভাগে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতি-সমৃদ্ধ ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় ও আধুনিক পুস্তকসংবলিত গ্রন্থাগার। ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে রয়েছে সুসজ্জিত ও আধুনিক যন্ত্রপাতি সংবলিত ৩১টি ল্যাবরেটরি। এই বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে কৃতকার্য হওয়া ফার্মাসিস্টরা দেশের বিভিন্ন ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ১৯৯৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটিতে রয়েছে দেশি-বিদেশি পর্যাপ্ত বই ও জার্নাল। ইউনিভার্সিটির লাইব্রেরিতে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পড়াশোনা করতে পারেন। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকূল, বাড্ডা, ঢাকা। মোবাইল: ০১৯৩৯৮৫১০৬০-৪। চার বছরের বি ফার্মা অনার্সের কোর্স ফি নেওয়া হয় ৯ লাখ ৫০ হাজার টাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে।