বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা ও পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে মুক্তমঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের নামকরণ করা হয় 'কুহেলিকা'। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ববির উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান উন্মেষ রায়, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক চম্পা রানী মজুমদার ও প্রভাষক তাইয়ে্যবুন নাহার মিমি প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে বাংলা বিভাগের শিক্ষার্থীরা ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা মঞ্চস্থ করেছে। এছাড়াও নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। ঐতিহ্য ফুটিয়ে তুলতে বিভিন্ন গ্রামীণ আয়োজনের পাশাপাশি বিক্রি হয়েছে হরেক পিঠাপুলি। আয়োজকরা জানান, শীত কেবল রিক্ততা কিংবা জীর্ণতার ঋতু নয়। শীতের একদিকে থাকে বসন্ত আগমনের সুর; অন্যদিকে, থাকে শস্যময় সোনালি সময়। তাই শীত বাংলা প্রকৃতির এক যুগসন্ধিক্ষণের কাল।