বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঢাবিতে ন্যানো প্রযুক্তি বিষয়ক সেমিনার

ক্যাম্পাস ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঢাবিতে ন্যানো প্রযুক্তি বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'ন্যানোরেভু্যলেশন ইন ড্রাগ ডেলিভারি অ্যান্ড ইলেক্ট্রনিক্স' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ৩০ জানুয়ারি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্‌)-এর সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাবির ন্যানোপ্রযুক্তি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাবির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও ভারতের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের পিউর অ্যান্ড অ্যাপস্নাইড ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. জয় সিং। ধন্যবাদ জ্ঞাপন করেন কারস্‌ের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে