বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জাবিতে ভিন্নধর্মী 'প্রকাশনা উৎসব'

আয়েশা সিদ্দিকা মেঘলা
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জাবিতে ভিন্নধর্মী 'প্রকাশনা উৎসব'
জাবিতে ভিন্নধর্মী 'প্রকাশনা উৎসব'

সৈয়দ মুজতবা আলী বলেছেন, 'বই কিনে কেউ দেউলিয়া হয় না'। অবসর সময় কাটানোর পাশাপাশি বই থেকে আমরা নানারকম জ্ঞান অর্জন করতে পারি। এই জ্ঞান অর্জন করতেই সকাল থেকে একদল জ্ঞানপিপাসু শিক্ষার্থী ভিড় জমাতে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের নিচে। সবার চোখ বইয়ের শুভ্র পাতায়। তারা বই পছন্দ করতে ব্যস্ত। সবার চোখে মুখে আনন্দের ছাপ। বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিভিন্ন প্রকাশনীর বইমেলা আয়োজিত হয়। তবে এই বইমেলা সব বইমেলা থেকে ভিন্ন। ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত 'প্রকাশনা উৎসব-২০২৫' এ।

'প্রকাশনা উৎসব'-এ হাদিস, আত্মোন্নয়নমূলক, শিশুতোষ, ইসলামী প্রাথমিক জিজ্ঞাসা, ইসলামী রাষ্ট্রব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী উপন্যাসসহ বিভিন্ন ধরনের গঠনমূলক বই বিক্রি করা হচ্ছে। বইয়ের পাশাপাশি মাসিক প্রকাশিত ম্যাগাজিন, বার্ষিক ক্যালেন্ডার, বুকমার্ক, চাবির রিং, কয়েন বক্স বিক্রি করতে দেখা যায়। স্টলে থাকা প্রতিটি বই এবং ম্যাগাজিনে ছিল ৬০ শতাংশ ছাড়। 'প্রকাশনা উৎসব'-এ বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়। এ উৎসবে বই কিনে সরাসরি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ব্যবস্থা ছিল। একটি বক্সে থাকা অনেক চিরকুটের মধ্য থেকে একটি চিরকুট তুলে তাতে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পছন্দমতো ম্যাগাজিন জিতে নেওয়ার সুযোগ ছিল। স্টলে আগত প্রত্যেকের জন্য চকোলেটেসহ বিভিন্ন উপহারসামগ্রীর ব্যবস্থা ছিল।

সরজমিনে গিয়ে দেখা যায়, কেউ নিজের জন্য বই কিনছে, কেউ ছোট ভাইবোনের জন্য বই কিনছে। কেউ বন্ধুকে উপহার দেওয়ার জন্য বই নিচ্ছে। স্টলে দাঁড়িয়ে প্রিয় মানুষটিকে উৎসর্গ করে বইতে মনের কথা লিখতেও দেখা যায় কিছু বইয়ের ক্রেতাকে। কেউ বাড়িতে থাকা মায়ের জন্য মহা খুশিতে একটি কোরআন শরিফ নিচ্ছে। প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এমনকি ভিন্ন ধর্মাবলম্বীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। এই ব্যতিক্রমী আয়োজন উপলক্ষে সবার চোখেমুখে ছিল আনন্দের ছাপ। বই এবং ম্যাগাজিনে বিপুল পরিমাণে ছাড় থাকায় ছাত্রছাত্রীরা সাধ্যমতো পছন্দসই বই কিনতে পেরেছে। হাত ভর্তি করে বই কিনে মুখে হাসি ফুটিয়ে 'প্রকাশনা উৎসব' থেকে বিদায় নিতে দেখা যায় অনেককে।

অংশগ্রহণকারীদের উপচে পড়া ভিড়ে দিনব্যাপী আয়োজিত এ প্রকাশনা উৎসবের নির্দিষ্ট সময় সমাপ্ত হওয়ার পূর্বেই বই শেষ হয়ে যায়। বই শেষ হয়ে যাওয়ায় পছন্দের বই সংগ্রহ করতে না পেরে মন খারাপ করে শূন্য হাতে ফিরে যেতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে। ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করতে পেরে আয়োজকরা যেমন খুশি তেমনি বই কিনতে পেরে অংশগ্রহণকারীরাও মহাখুশি। বিক্রেতা এবং পাঠকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় দিনব্যাপী এই আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে