বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

রং-তুলিতে নতুন বার্তা দিচ্ছে শিক্ষার্থীরা

তানজিদ শুভ্র
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
রং-তুলিতে নতুন বার্তা দিচ্ছে শিক্ষার্থীরা

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। এতে সমতা, ধর্মীয় সহনশীলতা, স্বাধীনতা রক্ষার বিষয়গুলো তুলে ধরছেন তারা। একই সঙ্গে কলেজের ভেতর-বাহিরের দেয়ালে দীপ্তি ছড়াচ্ছে তারুণ্যের।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সব শ্রেণির শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর কলেজ আঙিনা। বিভাগভিত্তিক শিক্ষার্থীদের ছোট ছোট দল ব্যস্ত আঁকাআঁকির কাজে।

কেউ ব্রাশ, শিরিস কাগজ দিয়ে ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউবা আঁকার জন্য রং-তুলি প্রস্তুত করছেন। আবার কেউ সেখানে দিচ্ছেন রঙের প্রলেপ। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের ছবি। কেউ আবার ব্যস্ত স্স্নোগান লেখায়। একটা সময় এসব দেয়ালে রাজনৈতিক প্রচার থাকলেও এখন শোভা পাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র।

এ ছাড়া 'মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল', 'স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো', 'স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'পাতা ছেঁড়া নিষেধ', 'নতুন বাংলা, নতুন ক্যাম্পাস, গড়ে তুলব ছাত্রসমাজ'সহ এমন নানা প্রতিবাদী বাক্য ও চিত্রশৈলীতে বর্ণিল হয়ে উঠেছে।

পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের ডিপার্টমেন্টের বারান্দা, শ্রেণিকক্ষের দেয়ালেও রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন, ফুটিয়ে তুলছেন বিষয়ভিত্তিক চিত্রকল্প।

জানা গেছে, শুরুতে শিক্ষার্থীরা নিজেরা চাঁদা তুলে এসব গ্রাফিতির জন্য অর্থের জোগান দেয়। আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট অনেকেই অংশ নিচ্ছেন অর্থের জোগান দিয়ে। কেউ-ই পেশাদার শিল্পী না হলেও নিজের সর্বোচ্চ দিয়ে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

আঁকাবুকিতে ব্যস্ত শিক্ষার্থীরা বলেন, ২০২৪ অভু্যত্থানের স্মৃতিকে ইতিহাসের পাতায় লিখে রাখতে এসব গ্রাফিতি। পরবর্তী প্রজন্ম যেন জানতে, পারে ছাত্র-জনতা প্রতিরোধের কথা, বিজয় লাভের কথা।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে রং-তুলিতে দেয়াল লিখন করছেন। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, ছবি আঁকা হচ্ছে। এটি কলেজের সৌন্দর্যবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে