পাহাড়ের পর এবার সমতলেও সম্ভাবনাময় কাজুবাদাম
পাহাড়ি ফল হিসেবে বেশি পরিচিত কাজুবাদাম। এই গাছ দ্রম্নত বর্ধনশীল ও পরিবেশবান্ধব। অর্থকরী হওয়ায় বাণিজ্যিক কৃষিতেও রয়েছে কাজুবাদামের অপার সম্ভাবনা। পাহাড়ে পর এবার সমতলেও সাফল্য দেখিয়েছে সম্ভাবনাময় এই কাজুবাদাম। সম্প্রতি যশোরের চৌগাছায় অর্থকরী ফসল হিসেবে সমতল জমিতে চাষ হচ্ছে পাহাড়ের