বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মিয়ানমার জান্তার বিমান হামলায় ১০ দিনে নিহত ৫৩ বেসামরিক লোক

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মিয়ানমার জান্তার বিমান হামলায় ১০ দিনে নিহত ৫৩ বেসামরিক লোক

মিয়ানমারজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। স্কুল, বাস্তুচু্যত মানুষের শিবির, হাসপাতাল ও ধর্মীয় স্থানসহ বিভিন্ন স্থানে চালানো নির্বিচার এই হামলায় গত ১০ দিনে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী। সংবাদমাধ্যমটি বলছে, মিয়ানমারের জান্তার বিমান হামলায় ১০ দিনে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ফাইটার জেট, ওয়াই ১২ বিমান, হেলিকপ্টার এবং মোটরচালিত প্যারাগস্নাইডাররা গত ১০ থেকে ১৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচু্যতি শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে ৩৫টি আক্রমণ পরিচালনা করেছে।

ম্যাগওয়ে, সাগাইং, মান্দালয় ও তানিনথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন, শান, মন এবং কারেনি (কায়া) প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বুধবার রাতে নাওংকিওতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার কথা জানিয়েছে। উত্তরাঞ্চলীয় শান প্রদেশের এই শহরটি ওই সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। টিএনএলএ জানিয়েছে, বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত এবং চারজন আহত হয়েছেন। এর আগে এই সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিং-এ চীনা-মধ্যস্ততায় শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসে। সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক থাকার জন্য সতর্ক করেছিল কারণ সরকার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা করছে। এছাড়া গত শনিবার জান্তা বাহিনীর হারবিন ওয়াই ১২ বিমান নাউনঘকিও শহরের একটি গ্রামে ৩৮টি বোমা ফেলেছিল বলে টিএনএলএ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে