বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংকে অডিট করার কথা ভাবছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কেন্দ্রীয় ব্যাংকে অডিট করার কথা ভাবছেন ইলন মাস্ক

এবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের দিকে নজর পড়েছে ধনকুবের ইলন মাস্কের। বৃহস্পতিবার এক বক্তব্যের তিনি বলেছেন, ফেডারেল রিজার্ভের ওপর অডিট চালানোর কথা বিবেচনা করছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ম্যারিল্যান্ডের ন্যাশনাল হারবারে আয়োজিত রক্ষণশীল রাজনৈতিক কার্যক্রম সম্মেলনে (কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স) তিনি এ কথা বলেছেন। অতীতেও একাধিকবার ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। উলেস্নখ্য, গত মাসে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের পর থেকেই মার্কিন নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন ইলন মাস্ক। ট্রাম্পের উদ্যোগে এবং মাস্কের নেতৃত্বে পরিচালিত হচ্ছে স্বাধীন পরামর্শক প্রতিষ্ঠান সরকারি সক্ষমতা বিভাগ (গভর্নমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি)। এই সংস্থার পরামর্শ মোতাবেক সরকারি বাজেট হ্রাসে চলছে কর্মী ছাঁটাই ও বরাদ্দ বাতিলের দক্ষযজ্ঞ। এবার ব্যয় সংকোচনের জন্য বোধহয় ফেডারেল রিজার্ভের দিকে নজর পড়েছে টেসলা মালিকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে