বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন অর্থমন্ত্রী

আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ভুক্ত উন্নত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন। তবে এতে অংশগ্রহণ করবেন না বলে বুধবার জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেসেন্ট বলেছেন, সরকারি দায়িত্বের কারণে তিনি সম্মেলনে যোগ দিতে অপারগ। তবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা তার স্থলে সম্মেলনে উপস্থিত থাকবেন। তিনি আরও বলেছেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আর্থিক তহবিল (ইন্টারন্যাশনাল মনাটারি ফান্ড বা আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সম্মেলনে অর্থমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করছেন তিনি। জি২০ এর আর্থিক বিষয়ে যেকোনও সিদ্ধান্তে সাধারণত নেতৃত্বে থাকে যুক্তরাষ্ট্র। তাই, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর আর্থিক খাতের প্রধানদের সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রীর যোগদান না করা কিছুটা বিরল ঘটনা। নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বেসেন্টের যোগদান না করার বিষয়ে জি২০ সদস্যদের অবগত করা হয়েছে। আরেক ব্যক্তি দাবি করেছেন, প্রেসিডেন্টের কিছু কাজের জন্য সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে