৪ জিম্মির মরদেহ ফেরত পেল ইসরাইল
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক
দখলদার ইসরাইল চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। বৃহস্পতিবার গাজার খান ইউনিস থেকে রেডক্রসের কাছে কফিনবাহী মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়। তারা হলেন, সিরি বিবাস, এরিয়েল বিবাস এবং কাফির বিবাস ও ওদেদ লিফতসিজ। তাদের মরদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করে রেডক্রস। এই চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা সম্পর্কে মা-সন্তান ছিল। যারমধ্যে অল্প বয়সী একটি শিশুও আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালিয়ে এসব জিম্মিকে ধরে গাজায় আনা হয়েছিল। তবে ওই বছরের সেপ্টেম্বরে ইসরাইলি সেনাদের বর্বর বিমান হামলায় মা ও তার দুই শিশু সন্তান নিহত হন। অপরদিকে ওই বৃদ্ধও ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী। গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। ওই সময় তাদের মধ্যে চুক্তি হয় যুদ্ধবিরতিটি তিন ধাপে কার্যকর হবে। প্রথম ধাপের মেয়াদ হবে ৪২ দিন। এই সময়ে ৩৩ জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। হামাস চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিয়ে যাচ্ছে।