অ্যারিজোনায় দুই বিমানের সংঘর্ষে নিহত ২
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরের আকাশে দু'টি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড (এনটিএসবি) প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে টুকসনের উত্তরপশ্চিমে মারানা আঞ্চলিক বিমানবন্দরের আকাশে একটি সেসনা ১৭২এস ও একটি ল্যানকেয়ার ৩৬০ এমকে টু বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এক ইঞ্জিনের বিমান দুটি বিমানবন্দরটির দুই রানওয়ের মধ্যে একটির উপরের আকাশে সংঘর্ষে জড়ায়, সেসনা বিমানটি 'অস্বাভাবিকভাবে' নেমে আসে আর তার ধাক্কায় ল্যানকেয়ারটি অপর রানওয়ের কাছে খোলা জায়গায় আছড়ে পড়ে। পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সিএনএন জানিয়েছে, মারানা পুলিশ বিভাগ এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।