কলম্বিয়ার প্রেসিডেন্টের শঙ্কা

মাদকচক্র ক্ষেপণাস্ত্র ছুড়ে আমাকে হত্যা করতে চায়

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, মাদক পাচারকারীরা বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করতে চায়। মাদক পাচারকারীরা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দু'টি ক্ষেপণাস্ত্রও কিনেছে বলে দাবি করেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, মাদক পাচারকারীরা দু'টি ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে; যা তাকে হত্যা করার জন্য তার বিমানে ছোড়ার পরিকল্পনা করেছে তারা। মাদক ব্যবসা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন প্রচেষ্টার সাফল্য দেখে মাদক পাচারকারীরা এই পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন তিনি।