গাজা-ইউক্রেন প্রসঙ্গ

সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মার্কিন কর্মকর্তারা সৌদি আরব সফরকালে তাদের মধ্যে এই বৈঠ অনুষ্ঠিত হয। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। এই সফর এমন এক সময়ে হয় যখন ট্রাম্প প্রশাসনকে গাজা ও ইউক্রেন সংকট নিয়ে সংশ্লিষ্ট বৈদেশিক অংশীদারদের সঙ্গে পরামর্শ না করে একতরফা নীতি গ্রহণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। সোমবার সকালে রুবিও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করেছেন। তবে এই বৈঠকগুলোর বিষয়বস্তু সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে অঞ্চলটি দখলের প্রস্তাব আরব বিশ্বে ব্যাপক বিরোধিতার সৃষ্টি করেছে, যার মধ্যে সৌদি আরবও রয়েছে। এর ফলে রুবিও ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা আরব নেতাদের বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য উৎসাহিত করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রম্নস জানিয়েছেন, রুবিও ও যুবরাজ গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রুবিও আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখতে গাজার জন্য একটি সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন। সোমবার কায়রোতে ইসরাইলি কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গাজায় ত্রাণ সহায়তা পাঠানো, বিশেষ করে অস্থায়ী আবাসনের জন্য তাঁবু ও ট্রেলার পাঠানোর বিষয়ে মতবিরোধ মেটানোর চেষ্টা করা হবে।