বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কূটনৈতিক মিশনের কার্যক্রম স্বাভাবিক করতে সম্মত মস্কো-ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কূটনৈতিক মিশনের কার্যক্রম স্বাভাবিক করতে সম্মত মস্কো-ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন -ফাইল ছবি

কূটনৈতিক মিশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সৌদি আরবে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেছেন, দুই দেশের পারস্পরিক কার্যক্রম বজায় রাখার জন্য আমাদের কার্যকর কূটনৈতিক মিশন দরকার। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মিশন পুনর্গঠনের বিস্তারিত আগেই জনসম্মুখে প্রকাশ করা হবে না। ইউক্রেনে রুশ অভিযান ও মস্কোর বিভিন্ন কার্যকলাপের সাজা হিসেবে আগের মার্কিন প্রশাসন তাদের বিরুদ্ধে নিয়মিত বিভিন্ন পদক্ষেপ নিত। তারই একটা পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে রুশ কূটনৈতিক মিশনের ওপর একগাদা বিধিনিষেধ আরোপ করা। তবে রুবিওর সাম্প্রতিক বক্তব্যে সেই বরফ গলতে শুরু করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটাতে আলোচনা শুরুর আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় সৌদি আরবে ওই বৈঠকের আয়োজন করা হয়। রুবিও বলেছেন, দুই দেশই নিজ নিজ মিশনের কার্যক্রম দ্রম্নত পুনঃপ্রতিষ্ঠা করতে প্রাথমিকভাবে প্রয়োজনীয় কর্মকর্তাদের নিয়ে দল গঠনে সম্মত হয়েছে দুপক্ষই। গত এক দশকে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ধরন থেকে মস্কো আর ওয়াশিংটনের রেষারেষির আঁচ বেশ স্পষ্টই টের পাওয়া গেছে। দুপক্ষই অন্যদেশের কূটনীতিবিদদের বহিষ্কার করা, নতুন কর্মকর্তাকে নিজ দেশে প্রবেশে অনুমতি না দেওয়াসহ ইট-পাটকেল ছোড়াছুড়ি খেলাতেই ব্যস্ত ছিল। ফলে, দুদেশের মস্কো ও ওয়াশিংটনের দূতাবাসের লোকবল যথেষ্ট কমই ছিল।

এ বিষয়ে রুবিও বলেছেন, আগের প্রশাসনের পদক্ষেপে রাশিয়ায় ঠিকমতো কার্যক্রম চালাতে যুক্তরাষ্ট্রের সমস্যা হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস নিয়েও ক্রেমলিনের একই আফসোস থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। রুবিওর বক্তব্যের ভিত্তিতে মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের বর্তমান কাজের পরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে