যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে যে কোনো 'প্রকৃত' শান্তি আলোচনার অংশ হবে ইউক্রেন ও ইউরোপ। রোববার মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, আলোচনার প্রক্রিয়া এখনও আন্তরিকভাবে শুরু হয়নি, আর যদি আলাপ এগিয়ে যায়, ইউক্রেনীয় এবং অন্য ইউরোপীয়দের সেখানে জড়ো করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হবে। এই আলোচনায় ইউক্রেন বা ইউরোপের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এর ফলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে তাদের বাদ দেওয়া হতে পারে, এমন ভেবে উদ্বিগ্ন হয়ে আছে ইউরোপীয় দেশগুলো। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের উদ্বেগকে তেমন গুরুত্ব না দিয়ে তাদেরও 'প্রকৃত' আলোচনায় রাখা হবে বলে জানিয়েছেন।
সিবিএসের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে রুবিও বলেন,"গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। আর তাতে পুতিন শান্তিতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট এই সংঘাত বন্ধের বিষয়টি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন এমনভাবে যেন তা স্থায়ী হয় এবং ইউক্রেইনের সার্বভৌমত্বও রক্ষা পায়। "এটি এখন (বাস্তব) পদক্ষেপের মাধ্যমে অনুসরণ করতে হবে।