সৌদিতে পুতিনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে এ সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, খুব শিগগির রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তাও আবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলতে চান তিনি। বিবিসি-সিএনএন'র খবরে বলা হয়েছে, দুই দেশের কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে প্রস্তুতি নিচ্ছেন। কোনো নির্দিষ্ট সময় উলেস্নখ না করা হলেও ট্রাম্প চান তিনি 'খুব শিগগির' বৈঠকে বসতে। তিনি বলেছেন, খুব তাড়াতাড়িই এ বৈঠক হবে, দেখা যাক কী হয়। পুতিন যুদ্ধ বন্ধ করতে চান বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার শক্তিশালী সামরিক অবকাঠামো রয়েছে। তারা হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে। তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছে। কিন্তু আমি মনে করি তারা যুদ্ধ বন্ধ করতে চায়। রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান- ট্রাম্প এমন কোনো কথা বিশ্বাস করেন কিনা? সাংবাদিকরা এ প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি রাশিয়াকে একই প্রশ্ন করেছেন এবং এমনটা হলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে।