ইসরাইলি কর্তৃপক্ষের পরানো টি-শার্ট পোড়াল মুক্ত ফিলিস্তিনিরা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি কর্তৃপক্ষের দেওয়া টি-শার্ট পুড়িয়ে ফেলেছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। মুক্তি দেওয়ার আগে তাদের এসব টি-শার্ট পরিয়ে দিয়েছিল ইসরাইলি কর্তৃপক্ষ। নিজ ভূমিতে ফিরে এই 'অপমানজনক' টি-শার্ট পুড়িয়ে ফেলেন ফিলিস্তিনিরা। টি-শার্টগুলোতে আরবি হরফে লেখা ছিল, 'আমরা ভুলব না বা ক্ষমা করব না'। এসব টি-শার্ট ফিলিস্তিনিদের মধ্যে ক্রোধের জন্ম দিয়েছে এবং 'বর্ণবাদী অপরাধ' হিসাবে উলেস্নখ করা হয়েছে। এর আগে শনিবার তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অপরদিকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে মুক্তি দেয় ইসরাইল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই তাদের মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে ইসরাইলের প্রিজন সার্ভিস বন্দিদের জোর করে এসব টি-শার্ট পরিয়ে ছবি প্রকাশ করে। ফিলিস্তিনিদের যখন ফেরত পাঠানো হচ্ছিল তখন তাদের মধ্যে কয়েকজন টি-শার্টে লেখা বার্তা ঢেকে রাখার চেষ্টা করেন। জোর করে টি-শার্ট পরানোয় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের বীর বন্দিদের পিঠে বর্ণবাদী স্স্নোগান দেওয়া এবং তাদের সাথে নিষ্ঠুরতা ও সহিংস আচরণের মতো অপরাধের নিন্দা জানাই। এটা মানবিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার খান ইউনিসের ইউরোপিয়ান গাজা হাসপাতালে পৌঁছানোর পর মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনি তাদের গায়ে পরানো টি-শার্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এদিকে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ প্রোগ্রামের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেছেন, এভাবে ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে 'অমানবিক' আচরণ করেছে।ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত ২৪ জন ইসরাইলি বন্দি এবং ৯৮৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সূত্র আল জাজিরা