মস্কো-ওয়াশিংটন বৈঠকে আমন্ত্রণ পায়নি ইউক্রেন
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতিকে সামনে রেখে আগামী সপ্তাহে সৌদি আরবে মস্কো এবং ওয়াশিংটনের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। এই আলোচনার মূল বিষয় হতে পারে ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই পরাশক্তির সমঝোতা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে হতে যাওয়া ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আসন্ন আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, হয়তো টেবিলে কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেখানে আমাদের জন্য কোনো জায়গা নেই। আমি ইউক্রেনের জন্য কোনো আমন্ত্রণপত্র দেখিনি। তার এই মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে ইউক্রেনীয় সরকার এই আলোচনায় তাদের অন্তর্ভুক্তি নিয়ে কতটা উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো কাগজপত্র নেই। এটি খুবই অদ্ভুত যে আমাদের কৌশলগত অংশীদাররা আলোচনা করছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনকে সৌদি আরবে আসন্ন মার্কিন-রাশিয়া আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি অন্যান্য প্রধান ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিদেরও এই আলোচনায় আমন্ত্রণ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের ফোনালাপের পর জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, আমরা ইউক্রেন নিয়ে কোনো চুক্তি মেনে নেব না যা আমাদের মতামত ছাড়া করা হবে।