বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নয়াদিলিস্নতে যাত্রীদের চাপে মৃতু্য ১৮

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নয়াদিলিস্নতে যাত্রীদের চাপে মৃতু্য ১৮
দিলিস্ন রেল স্টেশনে মানুষের ভিড়

ভারতের রাজধানী নয়াদিলিস্ন রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপে অন্তত ১৮ জনের মৃতু্য হয়েছে। শনিবার রাতে দুইটি ট্রেনের দেরির কারণে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে হঠাৎ চাপ বেড়ে যায়। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৪ শিশু রয়েছে। দিলিস্নর এলএনজেপি হাসপাতালের প্রধান জরুরি চিকিৎসা কর্মকর্তা মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এলএনজেপি হাসপাতালে ১০ জন নারী, ৩ শিশু এবং ২ জন পুরুষের মৃতু্য হয়েছে। লেডি হার্ডিং হাসপাতালে আরও তিনজনের মৃতু্যর খবর পাওয়া গেছে। নয়জন নিহত ব্যক্তি বিহারের, আটজন দিলিস্নর, এবং একজন হরিয়ানার বাসিন্দা ছিলেন। রেল কর্তৃপক্ষ তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে যাতে তারা দিলিস্নর বাইরে থাকা মৃতদের পরিবারকে নিজ নিজ শহরে পৌঁছে দিতে সাহায্য করেন। রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে এবং নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের জন্য ২ লাখ ৫০ হাজার রুপি টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং ঘটনাস্থলে চারটি দমকল ইঞ্জিনও পাঠানো হয়।

জানা গেছে, নিউ দিলিস্ন রেলস্টেশনের পস্ন্যাটফর্ম নম্বর ১৪ ও ১৫ তে গত রাত ৮টা নাগাদ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যখন যাত্রীরা প্রয়াগরাজগামী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। ভিডিওগুলোতে দেখা গেছে যে, একটি ট্রেন পস্ন্যাটফর্মে ঢোকার সময় বিশাল ভিড় জমে যায়। কর্মকর্তারা জানান, ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয় এবং অনেক যাত্রী বুঝতে পারেন যে সবাই ট্রেনে উঠতে পারবে না, তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে অন্তত দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখা যায় এবং অন্যরা তাদের সজাগ করার চেষ্টা করছিলেন। ভিড়ের চাপে এসকেলেটরের কাছে ধাক্কাধাক্কির ঘটনাও ঘরটছে। এক পুলিশ কর্মকর্তা জানান, যখন প্রয়াগরাজ এক্সপ্রেস পস্ন্যাটফর্ম নম্বর ১৪-তে ছিল, তখন সেখানে অনেক লোক উপস্থিত ছিলেন। স্বাধীনতা সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী (যা দুটিই প্রয়াগরাজের উপর দিয়ে যায়) বিলম্বিত ছিল এবং এই ট্রেনগুলোর যাত্রীরাও পস্ন্যাটফর্ম নম্বর ১২, ১৩ এবং ১৪-তে উপস্থিত ছিলেন। মহাকুম্ভ উপলক্ষে বিশেষ ট্রেনগুলোতে ক্রমশ ভিড় বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে