লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের বিদায়ী উপপ্রধান এক হামলায় আহত হয়েছেন। শুক্রবার জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিল (ইউএনআইএফআইএল) এক বিবৃতিতে জানায়, গাড়িবহরটি শান্তিরক্ষীদের বৈরুত বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল। তখন এটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মিশনটি লেবানন কর্তৃপক্ষের কাছে 'সম্পূর্ণ ও তাৎক্ষণিক' তদন্তের দাবি জানিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং লেবাননের সেনাবাহিনী ইউনিফিলের ওপর এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারে কাজ করার অঙ্গীকার করেছে।