বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোয়ান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য অগ্রহণযোগ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে। এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারও থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে তিনি ফিলিস্তিনিদের যেকোনো জোরপূর্বক স্থানচু্যতির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই জোরপূর্বক স্থানচু্যতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা। ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন, যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূখন্ডেই থাকতে দিতে হবে ও গাজার পুনর্গঠনের কাজ দ্রম্নত সম্পন্ন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে