যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা জানিয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দিলিস্নর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছেন এবং আধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিচ্ছেন, তখন ইসলামাবাদ তাদের উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করলে, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য আরও বিপর্যস্ত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। সন্ত্রাসবাদের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উলেস্নখ করাকে 'একপাক্ষিক' ও 'ভুলভাবে উপস্থাপন' বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩ ফেব্রম্নয়ারি ওয়াশিংটন সফরের সময় প্রকাশিত যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোট ঘটনার জন্য দায়ীদের দ্রম্নত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় এবং পাকিস্তানের ভূমি যেন সীমান্তবর্তী সন্ত্রাসবাদে ব্যবহার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শফকাত আলী খান বলেন, 'আমরা বিস্মিত যে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরও আমাদের বিরুদ্ধে এমন একতরফা মন্তব্য করা হয়েছে।'