বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
জাতিসংঘ মহাসচিবের আহ্বান

গাজায় নতুন করে সংঘাত এড়াতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজায় নতুন করে সংঘাত এড়াতে হবে
আন্তোনিও গুতেরেস

ফিলিস্তিনের সশস্ত্র গৌষ্ঠী হামাসকে পরিকল্পিতভাবে জিম্মি মুক্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে গুতেরেস বলেন, আমরা যে কোনো মূল্যে গাজায় সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকাতে চাই। কারণ এটি এক বিশাল ট্র্যাজেডির দিকে নিয়ে যেতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার হামাস ঘোষণা দেয় যে, তারা ইসরাইলি জিম্মিদের মুক্তি স্থগিত করেছে। এতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা বেড়ে যায়। গুতেরেস বলেন, 'উভয় পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে হবে এবং দোহায় আলোচনার দ্বিতীয় ধাপে ফিরে যেতে হবে।' গত তিন সপ্তাহ ধরে চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাসের আরও ইসরাইলি বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল, যার বদলে ফিলিস্তিনি বন্দিদের ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হতো।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দোহায় গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার পর ইসরাইলি প্রতিনিধিদল ফিরে এসেছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় চলমান এই প্রক্রিয়া নিয়ে সংশয় বাড়ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, হামাসকে শনিবার বিকেলের মধ্যে সকল ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে হবে। তা না হলে তিনি ইসরাইল-হামাস যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে