শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় এক মাসে ৭ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাজায় ইসরাইলি হামলায় এক মাসে ৭ সাংবাদিক নিহত

গাজায় এক মাসেই সাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) মিডিয়া কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের গুরুতর এবং অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গত মাসে গাজা উপত্যকায় কমপক্ষে সাত ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। খবর আল জাজিরার।

দখলদার বাহিনীর হামলায় নিহত সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউয়ি, সায়েদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বাশির আল-তালমিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিসাম আবু আল রাস। পিজেএস জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত মাসে এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিবারের নয় সদস্যকে হত্যা করেছে এবং তাদের ছয়জনের বাড়ি ধ্বংস করে দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরাইল ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। সেখানে নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সাংবাদিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মী, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউই ইসরাইলি হামলা থেকে রেহায় পায়নি।

এদিকে গত ১৯ জানুয়ারি ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাস এরই মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরাইলও শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। ইসরাইলি হামলার শুরু থেকে এ পর্যন্ত গাজায় ১ লাখ ১১ হাজার ৬৪০ ফিলিস্তিনি আহত হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ায় দলে দলে ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি-ঘরে ফিরছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে