বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পেন্টাগনের অপচয় বন্ধ করে কোটি ডলার সাশ্রয়ের উদ্যোগ

আন্তজাতিক ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পেন্টাগনের অপচয় বন্ধ করে কোটি ডলার সাশ্রয়ের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে হওয়া জালিয়াতি ও অপচয় বন্ধ করে হাজার হাজার কোটি ডলার বাঁচানোর আশা করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার স্থানীয় সময় সকালে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পেন্টাগনের হিসাবনিরীক্ষায় নেতৃত্ব দিতে যাওয়া ইলন মাস্ক হাজার হাজার কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহারের ঘটনা খুঁজে পাবেন বলে আশা করছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমি তাকে খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় নিরীক্ষা করার জন্য বলতে যাচ্ছি, হয়তো ২৪ ঘণ্টার মধ্যেই, তারপর আমি যেতে চাচ্ছি, যাব সামরিক বাহিনীতে। এবার সামরিক বাহিনীকে নিরীক্ষা করা যাক।" যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফেডারেল মন্ত্রণালয়টির বিষয়ে ট্রাম্প বলেন, "আমরা জালিয়াতি ও অপব্যবহারের শত শত কোটি, হাজার হাজার কোটি ডলার পেতে যাচ্ছি।" রয়টার্স জানিয়েছে, বছর বছর পেন্টাগনের বাজেট এক লক্ষ কোটি ডলারের দিকে এগিয়ে যাচ্ছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য ৮ হাজার ৯৫০ কোটি ডলার প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করা একটি বিলে স্বাক্ষর করেন।

হোয়াইট হাউজ মাস্ককে একজন বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। তাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীবাহিনীর আকার হ্রাস করার উদ্যোগের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এই উদ্যোগের অংশ হিসেবে মাস্কের সরকারি দক্ষতা বিভাগের সহকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার কম্পিউটার সিস্টেমগুলোতে থাকা গোপনীয় তথ্যে প্রবেশাধিকার চাইছে। সমালোচকরা বলছেন, এই প্রচেষ্টা বেআইনি হতে পারে, এটি গোপনীয় তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে আর বাস্তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পুরো সংস্থা নিষ্পেষিত হচ্ছে। রোববার এনবিসিকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ্‌ বলেন, পেন্টাগনের জাহাজ নির্মাণ প্রক্রিয়া মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের জন্য বিশেষ আগ্রহের একটি জায়গা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে