মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১
প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন, এক বিবৃতিতে তাবাসকো রাজ্য সরকার একথা জানিয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। ট্রেইলার ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর তাদের মধ্যে ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়ে গেছে। বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বলে পরিচালনা কোম্পানি টু্যরস অ্যাকোস্তা জানিয়েছে। নাম না প্রকাশ করার শর্তে তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, "এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখোঁজ রয়েছে।" ফেইসবুকে করা এক পোস্টে টু্যরস অ্যাকোস্তা জানিয়েছে, 'যা ঘটেছে সেজন্য তারা গভীরভাবে দুঃখিত'। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা তদন্ত করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে। তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।