ইসরাইল ও হিজবুলস্নাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার বেকা উপত্যকার জেন্নাতা শহরের কাছে শায়ারা এলাকায় একটি ড্রোন হামলা চালানো হয়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তা ছিল 'হিজবুলস্নাহর সদস্যদের একটি স্থাপনা, যেখানে কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল।' সেনাবাহিনী আরও দাবি করেছে, 'এই স্থাপনার কার্যক্রম ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া সমঝোতার সরাসরি লঙ্ঘন।' এখানে গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির কথা উলেস্নখ করা হয়েছে, যা ইসরাইলি বাহিনী ও হিজবুলস্নাহর মধ্যে সংঘাত বন্ধ করতে সহায়ক হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা হিজবুলস্নাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী, ৬০ দিনের বাস্তবায়নকাল ২৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও, ইসরাইল দাবি করেছে যে, লেবানন চুক্তির শর্ত পুরোপুরি মানেনি, তাই তারা দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার স্থগিত রেখেছে। চুক্তি অনুযায়ী, হিজবুলস্নাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীর পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।